মন্ত্রীর দেখা না পেরে অগ্নিশর্মা ! আসানসোলে মলয় ঘটকের বাড়িতে হামলা যুবকের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে হামলা চালালেন এক যুবক। বাড়িতে ঢুকে মন্ত্রীর বাড়ির অফিসের কাচের টেবিল ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই হামলার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও খোদ মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় বড়সড় প্রশ্নচিহ্নের মুখে দাড়িয়েছে নিরাপত্তা।

বুধবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোল শহরের জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন অন্যতম অভিজাত এলাকা মলয় ঘটকের আপনার গার্ডেনের বাড়িতে। এই ঘটনার সময় মন্ত্রী মলয় ঘটক তার বাড়িতে ছিলেন না। তিনি এই মুহুর্তে কলকাতায় রয়েছেন। তবে যে ঘরের মধ্যে হামলার ঘটনা ঘটেছে, তার উপরের তলায় ছিলেন মন্ত্রী পত্নী সুদেষ্ণা ঘটক। স্বাভাবিক ভাবেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। জানা গিয়েছে, এদিন এক যুবক বাড়ির সামনে এসে মন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন। আগাম সময় চেয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে না আসার কারণে যুবককে ঢুকতে দেয়নি মন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা। এরপরেই ওই যুবক নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে দেওয়াল টপকে মন্ত্রীর বাড়ি লাগোয়া অফিসে ঢুকে পড়ে বলে অভিযোগ। কেন তাঁকে মন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, সেই রাগে মন্ত্রীর কার্যালয়ে থাকা টেবিলের কাচ ভাঙে সে। ভাঙচুরের শব্দ শুনে দৌড়ে আসেন নিরাপত্তারক্ষীরা। ঘটনাস্থলেই হাতেনাতে পাকড়াও করা হয় অভিযুক্ত।

আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই

আরও পড়ুন:– বিরাট কর্মসংস্থানের সুযোগ, নতুন বিনিয়োগ হলদিয়া শিল্প তালুকে, জানুন এক ক্লিকেই 

এদিন ঘটনার পর মন্ত্রীর বাড়িতে আসেন তার ভাই আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। আসেন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। ঘটনা নিয়ে মন্ত্রী পত্নী সুদেষ্ণা ঘটক বলেন, ‘আমি তখন দিদিকে (পুর কাউন্সিলার সোনা গুপ্তা) সঙ্গে বাড়ির উপরের ঘরে ছিলাম। হঠাৎ করে নিচের অফিস ঘরের মধ্যে কিছু পড়ার মতো শব্দ পাই। প্রথমে ভাবি নিচে তো পুলিশ আছে। তারা কেউ পড়ে গেছে। পরে চিৎকার চেঁচামেচি শুনে নিচে নেমে আসি ও দেখি টেবিলের কাঁচ ভেঙে পড়ে আছে। বাইরে এক যুবককে সবাই ধরে রেখেছে। তার হাতে একটা বড় ইঁট। জানতে পারি ঐ যুবক ঐ ইঁট দিয়ে হামলা করেছে।’ তিনি আরও বলেন, ‘খুবই ভয় পেয়েছি। আমি তো একাই থাকি। বুঝতে পারছি না। এই ঘটনায় কি তিনি আতঙ্কিত ও নিরাপত্তার অভাব বোধ করছেন? উত্তরে তিনি বলেন, অবশ্যই। মন্ত্রী তো বাড়িতে নেই। থাকলে কি হতো জানিনা।’

আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত এই যুবক আসানসোল পুরনিগমের ৫৪ নং ওয়ার্ডের কুমারপুরের কাছে কালিকাপুরের সায়েরপাড়ার বাসিন্দা বছর ২১ র ভিক্কি কেওড়াকে আটক করে থানায় নিয়ে যায়। ঠিক কি কারণে এই যুবক মন্ত্রীর বাড়ির ঢুকে হামলা চালানো তা পুলিশ তাকে জেরা করে জানার চেষ্টা করছে।

আরও পড়ুন:– মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নাভিক নিয়োগ চলছে! মাসিক বেতন ২১,৫০০ টাকা

মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্করের নেতৃত্বে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশবাহিনী। মন্ত্রীর বাসভবনে আঁটসাঁট নিরাপত্তা ব্যাবস্থা থাকা সত্ত্বেও ওই যুবক কী ভাবে বাড়িতে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও ধৃত ওই যুবকের দাবি, তাকে কেউ পাঠায়নি। মন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়ার পর এই কাজ করেছে সে। ওই যুবকের অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন