মমতার ছবি টাঙাতে অসুবিধা থাকলে পুজোয় সরকারি অনুদান নেবেন না ! নিদান তৃণমূল বিধায়কের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

mamata in durga puja

Bangla News Dunia , পল্লব : মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে অসুবিধা থাকলে সরকারি অনুদান না নেওয়ার নিদান তৃণমূল বিধায়কের। পুজোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত ক্লাব গুলিকে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু যে সমস্ত পুজো কমিটির মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙাতে অসুবিধা রয়েছে তাঁদের এই সরকারি অনুদান না নেওয়াই ভালো বলে দাবি করলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী।

আরো পড়ুন :- বাংলাদেশকে ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে চিন, বিশবাঁও জলে বাংলাদেশের একাধিক প্রকল্প

সোমবার দুর্গাপুজো কমিটি গুলিকে চেক বিতরণ করার জন্য বিশেষ মঞ্চের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন বিধায়কও। এই মঞ্চ থেকেই এই বার্তা দেন তিনি। আর তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।

মানগোবিন্দ অধিকারী বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছেন। তাঁর ছবি যেন প্রতিটা প্যান্ডেলে টাঙানো থাকে। এটা সরকারের টাকা। মুখ্যমন্ত্রী সরকারের লোক। অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি টাঙাচ্ছেন না।’ #Short News

আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড !

আরো পড়ুন :- ‘গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও’, সায়নী ঘোষের নিশানায় বাহুবলী তৃণমুল নেতা !

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন