মমতা একজন ভেজাল হিন্দু ! বিস্ফোরক শুভেন্দু

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

suvendu

Bangla News Dunia , Pallab : দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার অব্যবহিত পরেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন, দিঘায় যা তৈরি হচ্ছে তা জগন্নাথ মন্দির নয়, সরকারি টেন্ডার অনুযায়ী এটি জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। পাশাপাশি বিরোধী দলনেতার আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালে হিন্দু ভোট পাবেন না । তিনি একজন ভেজাল হিন্দু । হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। এই আতঙ্কে মন্দির তৈরি করা হয়েছে ।

আরো পড়ুন :- বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে বিরাট মন্তব্য করলেন জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাদানি !

হিডকোর টেন্ডার দেখিয়ে শুভেন্দুর দাবি, আসলে এখানে একটি ভাস্কর্য তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তাঁর দাবি, সংবিধান কোনও সরকারকে মন্দির তৈরির অনুমতি দেয় না। সরকারি খরচে কোনও ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা যায় না। অতএব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন সেটি মিথ্যাচার ।

আরো পড়ুন :- ‘নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে’, লন্ডনে ভার্চুয়াল বক্তৃতায় বার্তা হাসিনার

শুভেন্দু বলেন, “চারধামের একটি পুরী। তাকে নকল করবেন না। এই অধিকার কোনও হিন্দু আপনাকে দেয়নি । কেদারনাথ ,বদ্রীনাথের নকল হয় না। শংকরাচার্যদের বিকল্প হয় না । গীতাকে বদলে দেওয়া যায় না। আপনি অভিনন্দকে শুভনন্দন করতে পারেন । কিন্তু পুরীধামকে বদল আপনি করতে পারেন না। আপনার এই সাহস হয় কোথা থেকে!” #End

আরো পড়ুন :- নতুন বছরেই নির্বাচনের ইঙ্গিত, বাংলাদেশে ইউনূসের মেয়াদ কি তবে শেষের দিকে ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন