মমতা ‘সরকার’ দিচ্ছে চাকরির প্রশিক্ষণ, সঙ্গে মাসে ১০ হাজার স্টাইপেন্ড

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

mamata

Bangla News Dunia , Pallab : ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকার বিশেষ ইন্টার্নশিপ ব্যবস্থা করেছেন। যার মাধ্যমে ট্রেনিং চলাকালীন ১০,০০০ টাকার মাসিক স্টাইপেন্ড প্রদান করা হবে। বর্তমানে রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমে বৃদ্ধি পেলেও তাদের স্কিল এর যথেষ্ট অভাব রয়েছে। তাই চাকরি পেতে তাদের বেশ অসুবিধা হয়। এছাড়াও যেহেতু তারা অণভিজ্ঞ তাই কর্মক্ষেত্রে কম বেতন প্রদান করা হয়।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

এই সকল দিক বিচার বিবেচনা করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের নিজস্ব উদ্যোগে দেশে বেশ কয়েকটি স্তরে ইন্টার্নশিপ প্রকল্পের সূচনা করেছেন। যার মাধ্যমে শিক্ষিত যুবক-যুবতীদের যোগ্যতা অনুযায়ী ট্রেনিং প্রদান করা হবে। ২০২২ সালে প্রথমবারের জন্য ইন্টার্নশিপ প্রকল্প ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ইন্টার্নশিপ প্রকল্পকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে অগ্রসর হয়েছে উচ্চ শিক্ষা পরিষদ। মন্ত্রী সভার ইতিমধ্যে এর অনুমোদন মিলেছে। নিম্নে ইন্টার্নশিপ প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

প্রকল্পের নাম:

বেকার সমস্যা মেটাতে এবং একাধিক কর্মের দক্ষ করে তুলতে রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের জন্য যে প্রকল্পের সূচনা করেছেন, তার নাম হলো ইন্টার্নশিপ প্রকল্প।

প্রকল্পের উদ্দেশ্য:

আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, শিক্ষিত হলেও এদের স্কিলের বিশেষ অভাব রয়েছে। কারণ প্রথাগত বিদ্যায় পারদর্শী ছাত্র-ছাত্রীদের স্কেলের উপর জোর দেওয়া হয় না। তাই কর্ম ক্ষেত্রে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বর্তমানে কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সকলেই ইন্টার্নশিপ প্রকল্পের ওপর জোর দিচ্ছে। ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে রাজ্য তথা দেশের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের সার্টিফিকেট এবং ট্রেনিং চলাকালীন ভাতাও প্রদান করা হয়। যার ফলে ছাত্রছাত্রীরা ইন্টার্নশিপে আগ্রহ ও মনোযোগী হতে পারবেন।

প্রকল্পের সুবিধা:

ইন্টার্নশিপ অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা নিম্নলিখিত সুযোগ সুবিধা পাবেন, যেমন –

  •  রাজ্য সরকারের ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে কর্মক্ষেত্রে অভিজ্ঞতার সঞ্চার ঘটবে।
  • ইন্টার্নশিপে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা ট্রেনিং এর পাশাপাশি মাসিক স্টাইপেন্ড হিসাবে ১০,০০০ টাকা পাবেন।
  • ইন্টার্নির পারফরমেন্সের উপর ভিত্তি করে ছাত্র-ছাত্রীদের পরবর্তীকালে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীনে কর্মের সুযোগ প্রদান করা হবে।
  •  ইন্টার্নশিপ শেষ হলে ছাত্রছাত্রীদের হাতে গ্রেডিং-সহ সার্টিফিকেট প্রদান করা হবে।

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো?

আবেদন যোগ্যতা:

রাজ্য সরকারের ইন্টার্নশিপ প্রকল্পে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি কোন স্বীকৃত সংস্থা থেকে আইটিআই বা ডিপ্লোমা কোর্সে ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দফতরের তরফ ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে বর্তমানে ন্যূনতম ৭৫০০ শিক্ষার্থীকে নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যে বেশ কিছু ইন্টার্নশিপ চালু হয়েছে এবং রাজ্য সরকারের ছাত্র ইন্টার্নশিপ প্রকল্পটিও খুব শীঘ্রই চালু করতে চলেছে। #End

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন