মাঝ সমুদ্রে ভয়াবহ টর্নেডো ! ঘটল বড় বিপদ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Cyclone

Bangla News Dunia , পল্লব : মাঝ সমুদ্রে ট্রলার উল্টে নিখোঁজ ডায়মন্ড হারবারের নিখোঁজ ৯ মৎস্যজীবী। মৎস্যজীবীদের সন্ধানে তল্লাশি চলছে। ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে। প্রবল দুশ্চিন্তার মধ্যে রয়েছেন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা।

আরো পড়ুন:- দেউচা পাঁচামির পর হদিশ আরও একটি কয়লা খনির! কপাল খুলতে চলেছে রাজ্যবাসীর। প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

সমুদ্রে সৃষ্টি হওয়া টর্নেডোর কবলে পড়ে এফবি বাবা গোবিন্দ নামে ওই ট্রলার। শুক্রবারে গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দুর্ঘটনা ঘটে। ট্রলারে ১৭ জন মৎস্যজীবী ছিলেন। কাকদ্বীপ ফিশারমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, ‘গভীর রাতে আচমকাই সমুদ্রে টর্নেডো সৃষ্টি হয়। এই ঘটনার জেরে এফবি বাবা গোবিন্দ নামে ট্রলারটি মাঝ সমুদ্রে হঠাৎ পাল্টি খেয়ে যায়।

আশেপাশের ট্রলার গুলির মৎস্যজীবীরা ঘটনাটি লক্ষ্য করেন। তাঁরা গিয়ে ৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছেন। এখনও ৯ জন মৎস্যজীবীর খোঁজ মেলেনি।’ মৎস্যজীবীদের আশঙ্কা, বাকিরা ট্রলারের ভেতরে আটকে পড়েছেন। ট্রলারটিকে সোজা করা হয়েছে। কিন্তু চারিদিকে জাল থাকার কারণে ট্রলারের ভেতরে তল্লাশি করা যাচ্ছে না। বর্তমান ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে। #Short News

আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন