Bangla News Dunia , Rajib : দুই বছর আগে অর্থাৎ ২০২২ সালের ২৩ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে তিনি শুধু একা নন, এই ঘটনায় সহযোগিনী হিসেবে গ্রেফতার হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় এর ‘ঘনিষ্ঠ’ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED তাঁদের গ্রেফতার করেছিল। সে দিন অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। তার জেরে এখনও জেলের ঘানি টেনে চলেছেন তাঁরা। কিন্তু এবার সেই শাস্তি কিছুটা লাঘব হল অর্পিতার।
প্যারোলে মুক্তির নির্দেশ পেল অর্পিতা
জানা গিয়েছে, বেলঘরিয়াতে থাকতেন ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের মা। শারীরিক অসুস্থতা এবং বয়সজনিত কারণে তাঁর মৃত্যু হয়। সেই কারণে তাঁর অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন অর্পিতা। আর সেই আবেদন এবার মঞ্জুর করল আদালত। জানা গিয়েছে, বিশেষ আদালত আজ অর্থাৎ বৃহস্পতিবার অর্পিতাকে পাঁচ দিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে। অর্থাৎ অর্পিতা এবার পাঁচ দিনের জন্য জেলমুক্ত হতে পারবেন এবং তাঁর মায়ের পারলৌকিক ক্রিয়ায় যোগদান করতে পারবেন।
আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta
এখনও জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়
এদিকে পার্থ এবং অর্পিতার গ্রেফতারির পর প্রায় দু’বছর চার মাস কেটে গিয়েছে। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্ত করছে আর এক কেন্দ্রীয় এজেন্সি CBI। বারংবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিনের জন্য আবেদন করলেও আদালত সেই আবেদনগুলো খারিজ করে দেয়।
প্রসঙ্গত, ২০২২ সালে ২৭ জুলাই বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্স’ আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালিয়েছিল ED। সেখান থেকে উদ্ধার করা হয়েছিল মোট ২৭ কোটি ৯০ লক্ষ নগদ টাকা। সঙ্গে প্রচুর গয়নাও পাওয়া গিয়েছিল। ED র দাবি, অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল। সঙ্গে সাতটি ভিন্দেশের মুদ্রাও। তাঁদের বিরুদ্ধে মামলা এখনও আদালতে বিচারাধীন।
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
SAIL Recruitment 2024: সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ৫১ টি শূন্য পদে হবে নিয়োগ!👇🏻https://t.co/E7DZnMLaHl
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
কবে পাবেন আবাস যোজনা টাকা? জেনে নিন দিনক্ষণ!👇🏻https://t.co/XzWAb17x9u
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের