Bangla News Dunia, Pallab : সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার আরও কড়া ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ । একাধিক জিনিসকে তালিকাভুক্ত করা হয়েছে, যেগুলি পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার হলে বাতিল হবে পরীক্ষা ।
পরীক্ষার হলের ভেতরে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ব্লুটুথ ডিভাইস বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে । এর আগেও পর্ষদ এই বিষয়ে নির্দেশিকা জারি করেছিল । কিন্তু তাতে প্রশ্নপত্র ফাঁস রোখা যায়নি । তাই এবার সমস্ত পরীক্ষক বা পরিদর্শকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, তাঁরা পরীক্ষার শুরুতেই কড়া ভাবে সতর্ক করবেন পরীক্ষার্থীদের ৷
আরও পড়ুন : ৮ হাজারে কাশ্মীর, ৪৫০ টাকায় দিঘা ভ্রমণ ! সস্তায় ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ
তবে শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য নয়, পরিদর্শকের জন্যেও রয়েছে নির্দেশাবলী । সেখানে বলা হয়েছে, পরীক্ষার শুরুতে স্পষ্ট ঘোষণা করতে হবে, যাতে পরীক্ষার্থীদের সঙ্গে কোনও মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস থাকলে, অবিলম্বে তা যেন তারা জমা দিয়ে দেয় ৷ পরীক্ষা কক্ষের সামনের দিকে একটি নির্দিষ্ট স্থানে (যেমন একটি টেবিল) সাময়িকভাবে এই ডিভাইসগুলি জমা রাখার ব্যবস্থা করতে হবে ।
পরীক্ষার্থীদের সতর্ক করতে হবে যে, প্রশ্নপত্র বিতরণের পর যদি কারও কাছে নিষিদ্ধ ডিভাইস পাওয়া যায়, তাহলে তার সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হবে । এমনকি পরিস্থিতি অনুযায়ী আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে, এটাও জানাতে হবে পরীক্ষার্থীকে ৷
আরও পড়ুন : দুর্গন্ধজনিত বিভিন্ন শারীরিক সমস্যার জন্য সেরা বায়োকেমিক ঔষধ !