মাস্ক ব্যবহার না করায় জরিমানা দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- প্রধানমন্ত্রী বলেও পেলেন না নিস্তার, দিতে হল জরিমানাও। গুনে গুনে প্রায় ১৪ হাজার টাকা জরিমানা দিতে হল তাঁকে। অপরাধ তিনি মাস্ক পড়েননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জাতীর উদ্দ্যেশ্যে ভাষণ দিতে গিয়ে এই ঘটনার বিবরণ দিলেন দেশবাসীকে। প্রধানমন্ত্রী বলে, তাঁর জন্য একরকম নিয়ম, এবং সাধারণ মানুষের জন্য আলাদা সেটা যে সম্পূর্ণ ভুল, তা প্রমাণ করে দিল এই দেশটির প্রশাসন।

১. মাস্ক ব্যবহার না করলে দিতে হবে জরিমানা— দেশবাসীকে করোনা রক্ষার্থে মাস্ক ব্যবহারের বিষয়ে উদাহরণ দিতে গিয়ে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বোকোকো বোরিসভের কথা উল্লেখ করলেন। তিনি বললেন, একজন প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও মাস্ক ব্যবহার না করার জন্য তাঁকে অবধি দিতে হয়েছিল জরিমানা। বুলগেরিয়াতে করোনা প্রকাশ পাওয়ার পর থেকেই মাস্ক ব্যবহার বাধ্যতা মূলক করা হয়েছিল। কিন্তু নাগরিকদের অবহেলার কারণে মাস্ক ব্যাবহার না করলে জরিমানার নিয়ম জারী করে সরকার।

mask1

কিন্তু যে মাসে এই নিয়ম চালু হয়, ঠিক সেই মাসেই বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বোকোকো বোরিসভ একটি গির্জার মাস্ক না পরেই চলে যান। কিন্তু প্রধানমন্ত্রী বলে ছাড় পাননি তিনিও। গুনে গুনে প্রায় ১৪ হাজার টাকা জরিমানা দিতে হয় তাঁকে। এই ঘটনার মাধ্যমে সকল দেশবাসীকে নিজের এবং দেশের রক্ষার্থে মাস্ক ব্যবহারের কথা আবারও স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

২. প্রধানমন্ত্রীর জাতির উদ্দ্যেশ্যে ভাষণে — করোনা ভাইরাসের সংকটের মধ্যে লকডাউন পরবর্তী সমগ্র ভারত জুড়ে চালু হয়েছিল আনলক-১। সেই সময়কালের শেষ লগ্নে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দ্যেশ্যে ভাষণ দিয়ে আনলক-২ এর সূচনা করলেন। এই ক্ষেত্রেও থাকছে কিছু করোনা সতর্কীকরণ। সেই সঙ্গে জানালেন কিছু নিয়মের সঠিক প্রয়োগ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সঙ্গে আরও বললেন, করোনা নিয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। বিশেষত কন্টেইনমেন্ট জোনগুলোতে আরও বেশি করে সতর্ক থাকতে হবে নাগরিকদের। মাস্ক ব্যবহার, স্যানেটাইজার দিয়ে হাত ধোয়া, এবং সেই সঙ্গে সামাজিক দূরত্বও মান্য করতে হবে।

Highlights
1. মাস্ক ব্যবহার না করায় জরিমানা দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী
2. মাস্ক ব্যবহার, স্যানেটাইজার দিয়ে হাত ধোয়া, এবং সেই সঙ্গে সামাজিক দূরত্বও মান্য করতে হবে
#Covid #Mask

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন