Bangla News Dunia , বিশ্বজিৎ : সোশ্যাল মিডিয়ায় পুলিশকে আক্রমণ–সহ নানারকম হিংসাত্মক কথা ছড়ানোর অভিযোগ। এক ছাত্রীকে গ্রেপ্তার করল যাদবপুর থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
লালবাজার সূত্রের খবর, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ওই ছাত্রী। আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রুপের এক সদস্য লেখেন, ‘তাহলে এখন কী করা উচিৎ? কোন পথে এগোলে বিচার পাওয়া সম্ভব?’ সেই প্রসঙ্গে ধৃত ছাত্রী লেখে, ‘সব থানা ভেঙে গুঁড়িয়ে দিন। পুলিশদের মেরে ভাগিয়ে দিন, যাতে ওরা কারও পক্ষে না থাকতে পারে। তারপর কালীঘাট, নবান্ন— সব দখল করে নিন। আমরা বিচার চাই। আর না দিলে ছিনিয়ে নেব।’ এ ধরনের হিংসাত্মক কথা ছড়ানোর অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরো পড়ুন:- ভয়াবহ বিশ্ব উষ্ণায়ন ! প্রমাণ মিলল চলতি বছরে
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের দু’জন অ্যাডমিনকে থানায় ডেকে পাঠানো হয়েছে। তাঁদেরকেও বিষয়টি নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায়। বৃহস্পতিবার তাঁদের যাদবপুর থানায় দেখা করতে বলা হয়েছে।
উল্লেখ্য, আরজি করের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নানা গুজব, মিথ্যা অভিযোগ না দেওয়ার ব্যাপারে আগেই সতর্ক করেছিল কলকাতা পুলিশ। এর আগেও একাধিকজনকে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর অভিযোগে নোটিশ পাঠানো হয়। লালবাজারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আরজি কর ঘটনা নিয়ে ফেসবুকে নানা ধরনের ভুল তথ্য ও জল্পনা ছড়ানো হচ্ছে। সেগুলি নজরে এসেছে পুলিশের।
আরো পড়ুন :- বিরোধীদের জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি ‘মমতা’র বিধায়কের
কলকাতা পুলিশের তরফে অনুরোধ করা হয়, এই ধরনের ভুয়ো পোস্ট করা থেকে বিরত থাকতে। পুলিশের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ‘সোশ্যাল মিডিয়ায়, বিশেষত ফেসবুকে ঘটনা নিয়ে বিভিন্ন অসত্য, অনুমাননির্ভর এবং বিভ্রান্তিকর তত্ত্ব ছড়িয়ে দিচ্ছেন নেটিজেনদের একাংশ। আমাদের আন্তরিক অনুরোধ, না-যাচাই-করা এই ধরণের তত্ত্ব, তথ্য বা গুজবে কান দেবেন না।’
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
SSC GD Constable Recruitment 2024 : শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ, জেনে নিন বিস্তারিত👇🏻https://t.co/4WdIl4boGY
— Daily Khabor Bangla (@daily_khabor) September 8, 2024
— Daily Khabor Bangla (@daily_khabor) September 8, 2024
ভারতীয়দের নিয়ে সোজাসাপটা নিক ! বললেন, ‘ওরা তো…’https://t.co/SFRZPIVIhX
— Peek Medio (@peek_medio) July 29, 2024
মাত্র দুই বছরে 1300% বৃদ্ধি পেয়েছে এই শেয়ার, আপনার কাছে আছে এই শেয়ার ?https://t.co/EDhk1CG5fw
— Peek Medio (@peek_medio) August 28, 2024
৫০শে এসে ফুটন্ত যৌবন মালাইকার ! অর্জুনের পরে ফের মালাইকার জীবনে পুরুষ ?https://t.co/QPraDRAvIp
— Peek Medio (@peek_medio) July 17, 2024