যুগান্তকারী রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

amrita

Bangla News Dunia , Pallab : 58 বছরের নিঃসন্তান দম্পতিকে টেস্ট টিউব বেবি নেওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার এই নির্দেশ দিয়েছেন ৷ রাজ্যের আইনজীবীকে বিচারপতির নির্দেশ, এ ব্যাপারে স্বাস্থ্য দফতর যেন প্রয়োজনীয় সহযোগিতা করে । কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে বহু সন্তানহীন দম্পতির সামনে নতুন দিগন্ত খুলে যেতে পারে বলে মনে করছেন আইনজীবীরা ।

আরো পড়ুন:– লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা পেতে নতুন নিয়ম, না জানলে সমস্যায় পড়বেন

ওই দম্পতির বাড়ি কলকাতার কাশীপুরে ৷ 1994 সালে তাঁদের বিয়ে হয়৷ দাম্পত্যের তিন দশক পেরিয়ে গেলেও তাঁরা নিঃসন্তান ৷ তাই 2023 সালে আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার পরিকল্পনা করেন তাঁরা ৷ কিন্তু বাধ সাধে বয়স ৷ সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে, এক্ষেত্রে যিনি বাবা হতে চাইছেন, তাঁর বয়স সেই ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে ৷

কিন্তু প্রৌঢ়েত্বে এসে সন্তান-সুখ পাওয়ার আশায় বয়সের বাধার প্রাচীর টপকাতে মরিয়া ছিলেন ওই দম্পতি ৷ নিয়ম মেনে তাঁরা স্বাস্থ্য দফতরে আবেদন করেন ৷ স্বাস্থ্য দফতরও তাঁদের আবেদন নাকচ করে দেয় ৷ শেষে কোনও উপায় না-দেখে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ #Short News

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন