যোগী রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষায় নিয়মে বদল, তুমুল আন্দোলন, এ রাজ্যেও কি এমন সম্ভাবনা আছে?

By Bangla News Dunia Rajib

Published on:

porikkha

Bangla News Dunia , Rajib : সম্প্রতি উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (UPPSC) বেশ কয়েকটি পরীক্ষার নিয়মে বড় বদল করেছে। এই নিয়ে গত সোমবার থেকে প্রয়াগরাজে কমিশনের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার পরীক্ষার্থী। বৃহস্পতিবার এই আন্দোলন ৪ দিনে পড়ল। অশান্তি, বিক্ষোভ, গ্রেপ্তার–বাদ যাচ্ছে না কিছুই। এ দিন নতুন করে আন্দোলনের ঝাঁঝ আরও বেড়েছে। রাজ্যের সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা, রিভিউ অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার নিয়োগের পরীক্ষার নির্দেশিকা বার হতেই এই পরিস্থিতি তৈরি হয়।

সেখানে জানানো হয়েছে, একাধিক শিফটে একাধিক দিনে এই পরীক্ষা হবে। স্বাভাবিকভাবেই প্রশ্নপত্রও হবে আলাদা। পরীক্ষার্থীদের আশঙ্কা, এতে অসম প্রতিযোগিতা বাড়বে। আন্দোলনকারীদের দাবি, এক দিনেই পরীক্ষা নিতে হবে। যদিও কমিশনের দাবি, প্রশ্নফাঁস ঠেকানো-সহ ও স্বচ্ছতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আদতে পরীক্ষার্থীদেরই সুবিধে হবে।

জানা গিয়েছে, সিভিল সার্ভিসেসর প্রিলিমিনারি পরীক্ষা ৭ এবং ৮ ডিসেম্বর দুই দিন অনুষ্ঠিত হবে এবং রিভিউ অফিসার (RO) এবং অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার (ARO) -র জন্য পরীক্ষা ২২-২৩ ডিসেম্বর তিনটি শিফটে হবে।

আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR

খুব সহজে বললে, যোগী রাজ্যে কমিশন পরীক্ষাগুলি মাল্টিপল শিফটে নেবে। পরীক্ষার পেপার লিক ঠেকাতে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও কমানো হয়েছে। কিন্তু বেশির ভাগ প্রার্থীই চাইছেন, একটাই শিফটে এই পরীক্ষা হোক। কারণ অনেক শিফট হলে প্রশ্নের মান ওঠা নামা করে, অর্থাৎ কোনওটা সহজ আবার কোনওটা কঠিন হবে। এরপর ‘নর্মালাইজ়েশন’ পদ্ধতিতে নম্বর বসানো হয়। তাতেই ফলাফল চূড়ান্ত হয়। মূল আপত্তি এই ‘নর্মালাইজ়েশন’ পদ্ধতি নিয়েই।

কী এই পদ্ধতি? ধরা যাক, কোনও শিফটে সহজ, কোনও শিফটে কঠিন প্রশ্ন এল। এর ফলে যাতে সবার নম্বরেরই একটা ভারসাম্য থাকে, তাই এই পদ্ধতি চালু করা হয়। আগে সব ক্যান্ডিডেটের মূল নম্বর বের করা হয়। তার পরই এই পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। মূলত এই পদ্ধতি হলো, একটা গড় বার করার নিয়ম। সব পরীক্ষার আলাদা আলাদা ‘নর্মালাইজ়েশন’ ফর্মুলা থাকে। প্রিলিমিনারিতেই এই পদ্ধতি নিয়ে আপত্তি আন্দোলনকারীদের।

কেন্দ্রীয় সরকারও কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) পরীক্ষাতে কয়েক বছর আগেই এই নিয়ম চালু হয়েছে।

এ রাজ্যে যদিও পিএসসির কোনও পরীক্ষাতেই এই নিয়ম চালু নেই। পরীক্ষা আলাদা দিনেই হয়। প্রশ্নও আলাদা হয়। কিন্তু ‘নর্মালাইজ়েশন’ পদ্ধতিতে মূল্যায়ন হয় না। পিএসসির এক কর্তা বলেন, ‘অদূর ভবিষ্যতে এই পদ্ধতি চালু হবে কি না, তা এখনই বলা কঠিন। আপাতত এমন কোনও সম্ভাবনাই নেই।’ এ ব্যাপারে পিএসসির চেয়ারম্যান মহুয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘এই সময় অনলাইন’-এর তরফে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। প্রাক্তন চেয়ারম্যান পিয়ালি সেনগুপ্তও জানিয়েছেন, বিষয়টি তাঁর একেবারেই জানা নেই।

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন