রাজ্যের পড়ুয়াদের জন্যে বিনামূল্যে এসি বাস চালাচ্ছে সরকার, জানুন কোথায় কোথায় চলবে এই বাস ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :  পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ছাত্রীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের সুবিধার্থে কৃষ্ণনগর পৌরসভা বিনামূল্যে এসি বাস পরিষেবা চালু করতে চলেছে। রাজ্যের এই উদ্যোগের মাধ্যমে স্কুল কলেজের পড়ুয়াদের যাতায়াতের অসুবিধা এখন থেকে দূর হয়ে যাবে। 

৭০ লক্ষ টাকার প্রকল্প: এসি বাস পরিষেবা 

কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে ৭০ লক্ষ টাকা ব্যয় করে এই প্রকল্পের আওতায় দুটি শীততাপ (এসি) নিয়ন্ত্রিত বাস পরিষেবা চালু করা হবে। এই বাসগুলি বিশেষত্ব স্কুল ছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা প্রদান করবে।

জানা গেছে এর আগে গত অক্টোবর মাসেও দুইটি বাস চালু করা হয়েছিল। যার নাম রাখা হয়েছিল ‘পারিজাত’। এবার রাজ্যে আরও দুটি এসি বাস একই নামে চালানো হবে।

আরো পড়ুন :- চ্যাম্পিয়নস ট্রফির আগে শক্তি হারাল ভারত, চোট নিয়ে ছিটকে যাচ্ছেন বুমরাহ ! বিকল্প কে ?

ছাত্রীদের জন্য কেন এই উদ্যোগ?

কৃষ্ণনগরের পড়ুয়াদের প্রায়ই টোটোর অতিরিক্ত ভাড়া এবং যানবাহনের অভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় ঠিকমতো যানবাহন না পাওয়ায় তারা সঠিক সময়ে স্কুল বা কলেজে পৌঁছাতে পারেনা। এর ফলে তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে। 

এই সমস্যাগুলি দূর করতেই এবং ছাত্রীরা যাতে সময় মতো স্কুল-কলেজে পৌঁছতে পারে সেই জন্যই রাজ্য সরকারের তরফ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন :- নরম সুরে হাতজোর করে আবেদন অনুব্রতর, হলটা কী কেষ্টর ?

কোথায় চলবে এই বাস?

এই বাসের মূলত দুটি রুট রয়েছে। সেগুলি হল-

  • ঘূর্ণি এবং শক্তিনগর এলাকা থেকে এই এসি বাসগুলি যাতায়াত করবে।
  • এছাড়া জেলা প্রশাসনিক ভবনের আশেপাশের স্কুলগুলোতেও এই বাস সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেবে। 

কী কী সুবিধা মিলবে?

রাজ্য সরকারের তরফ থেকে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে যে সমস্ত সুবিধাগুলি মিলবে সেগুলি হল-

  • সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করা যাবে।
  • যানবাহনের জন্য অতিরিক্ত সময় নষ্ট করতে হবে না। 
  • গ্রীষ্মের তীব্র গরমে আরামে স্কুল যাওয়ার সুবিধা মিলবে। 
  • পড়াশোনার জন্য সময় বেশি পাওয়া যাবে।

আরো পড়ুন :- পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমাসে পাবেন 1000, 1500 টাকা! জানুন বিস্তারিত

সরকারের উদ্যোগের প্রশংসা

পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ রাজ্যের ছাত্রীদের জন্য একটি বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। শিক্ষার্থীদের আর্থিক সাশ্রয় ছাড়াও এটি তাদের জীবনযাত্রার মানকেও আরো উন্নত করবে। এটি রাজ্য সরকারের শিক্ষামূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প। ভবিষ্যতে রাজ্যের অন্যান্য এলাকাতেও এরকম পরিষেবা সম্প্রসারণের দাবি জানাচ্ছে অনেকেই।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন