Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বিগত প্রায় দু বছর ধরে গত ভারতসহ বিশ্বের প্রায় বেশিরভাগ দেশেই থাবা বসিয়েছে করোনা মহামারী। যার ফলে সারা বিশ্বের বেশিরভাগ দেশ লকডাউন করতে বাধ্য হয়েছে। ভারতবর্ষও তার ব্যতিক্রম ছিল না। ফলে টানা বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান গুলি। বাংলায় করোনার প্রকোপ এখন বেশ কিছুটা নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের মনে অভিভাবকদের মধ্যে প্রশ্ন উঠছে কবে থেকে স্কুল কলেজ খুলবে। কিছু দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সব ঠিকঠাক থাকলে পুজোর পর থেকে স্কুল খোলার সম্ভাবনা রয়েছে।
এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন ধাপে ধাপে মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শে কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিতে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এরপরেও যদি কিছু ছাত্র ছাত্রীদের এখনও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের টিকা দেওয়া না হয় তাহলে আমরা অবশ্যই তাঁদের দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করব। তিনি বলেন, রাজ্যে সব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের টিকা দেওয়ার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবার স্কুলের শিশুদের টিকা দেওয়া হবে।
করোনা পরিস্থিতির জন্য প্রায় দুবছর হল স্কুলের মুখ দেখেনি পড়ুয়ারা। রাজ্যে বর্তমানে অনলাইনে পড়াশোনা চলছে। রাজ্য সরকার আগেই জানিয়েছিল পুজোর ছুটির পর স্কুল খেলার চিন্তাভাবনা করছে। মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন পরিস্থিতি বিচার করে পুজোর পর স্কুল খোলা হবে। যার ফলে এবার স্কুল খোলার সম্ভাবনাটা খানিকটা জোরালো হয়েছিল। কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন সকলকে টিকা দেওয়া শেষ হলেই রাজ্যে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় খোলা হবে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল