Bangla News Dunia, দীনেশ : রাজ্যে রেশন কার্ড সংক্রান্ত একটি বড় ঘটনা সামনে এসেছে। গত তিন-চার মাসের মধ্যে রাজ্যের কোচবিহার জেলার ১ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। কারণ হিসেবে দেখা গিয়েছে, এই সমস্ত গ্রাহকরা তাদের রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক লিংক করেনি। দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তাদের কোনো খোঁজ না পাওয়ায় এই রেশন কার্ডগুলি বাতিল করে দেওয়া হয়েছে।
কেন বাতিল হল এতগুলি রেশন কার্ড?
কোচবিহার জেলার খাদ্য নিয়ামক মানিক সরকার সম্প্রতি জানিয়েছেন, এখনো প্রায় ৩ লক্ষ রেশন কার্ডধারীর বায়োমেট্রিক লিংক করা বাকি রয়েছে। এর মধ্যে অনেকেই কর্মসূত্রে বাইরে থাকেন, অনেক শিশুদের আধার কার্ড হয়নি, আবার অনেকেই কোনভাবেই তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
তবে সব থেকে চমৎকার বিষয় হল, ১ লক্ষ রেশন কার্ড বাতিল হওয়া। প্রশ্ন উঠছে এই কার্ডগুলো কি সত্যি ভুয়ো? যদি তাই হয়, তাহলে এতদিনে রেশন কার্ডধারীরা কীভাবে রেশন তুলছিলেন!
আরো পড়ুন :- চ্যাম্পিয়নস ট্রফির আগে শক্তি হারাল ভারত, চোট নিয়ে ছিটকে যাচ্ছেন বুমরাহ ! বিকল্প কে ?
বায়োমেট্রিক বাধ্যতামূলক
খাদ্য দপ্তরের মতে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং বায়োমেট্রিক ব্যবস্থা চালু করার প্রধান উদ্দেশ্য হল, সঠিক গ্রাহকরা যেন রেশন সামগ্রী পান। এই প্রক্রিয়ার মাধ্যমে রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করা হচ্ছে।
বায়োমেট্রিকের মাধ্যমে এখন একজন গ্রাহক দেশের যেকোনো রাজ্যে তার রেশন তুলতে পারবে। এর ফলে রেশন দুর্নীতি রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
আরো পড়ুন :- নরম সুরে হাতজোর করে আবেদন অনুব্রতর, হলটা কী কেষ্টর ?
প্রতিক্রিয়া ও আশঙ্কা
যদিও ১ লক্ষ রেশন কার্ড বাতিল হওয়া নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে, তবে বিরোধীদের মধ্যে এতদিন ধরে এই রেশন কার্ডের সাহায্যে রেশন তুলে দুর্নীতি চালানো হয়েছে। বিষয়টি নিয়ে খাদ্য দপ্তর এখনো মুখ খোলেনি।
বর্তমান পরিসংখ্যান
- কোচবিহার জেলায় বর্তমানে মোট ২৯ লক্ষ ৫৪ হাজার রেশন কার্ডধারী রয়েছেন।
- এখনো প্রায় ৩ লক্ষ রেশন কার্ডে বায়োমেট্রিক লিংক করানো বাকি রয়েছে।
- বাতিল করা হয়েছে ইতিমধ্যেই ১ লক্ষ রেশন কার্ড।
আরো পড়ুন :- পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমাসে পাবেন 1000, 1500 টাকা! জানুন বিস্তারিত
গ্রাহকদের জন্য সতর্কবার্তা
যারা এখনো তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেনি বা বায়োমেট্রিক করেননি, তাদের দ্রুত এই কাজ সম্পন্ন করার জন্য খাদ্য দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় ভুয়ো কার্ডধারীদের পরিচয় এবং রেশন দুর্নীতির সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলেও বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে তা বলা যায়।