রাজ্যে লটারি নিয়ে আর্থিক দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ইডি, একাধিক জায়গায় তল্লাশি

By Bangla News Dunia Rajib

Published on:

edd

Bangla News Dunia , Rajib : রাজ্যে লটারির মাধ্যমে আর্থিক নয়ছয়ের একাধিক অভিযোগ রয়েছে। সেই দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ইডি। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনা ও কলকাতার একাধিক জায়গায় ইডি আধিকারিকেরা তল্লাশি চালান।

বৃহস্পতিবার সকালে মধ্যমগ্রামের সুকান্তনগরের একটি লটারির ছাপাখানায় হানা দেয় ইডি-র একটি টিম। জানা গিয়েছে, সুকান্তনগরের একটি দোতলা আবাসনে লটারি কোম্পানির পূর্বাঞ্চলের অফিস রয়েছে। ওই আবাসনেই একটি তলায় লটারির টিকিট ছাপার প্রেসও রয়েছে। সেখানে তল্লাশি চালানো হয়। এর পাশাপাশি তদন্তকারীদের একটি দল লেক মার্কেটের চারুচন্দ্র কলেজের কাছে একটি আবাসনে হানা দেয়। সেখানেও তল্লাশি চালান ইডি আধিকারিকেরা।

আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR

প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসেও উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে লটারির ছাপাখানায় হানা দিয়েছিল ইডি। ফের একই জায়গায় বৃহস্পতিবার তল্লাশি চালানো হল। প্রসঙ্গত, লটারি নিয়ে গুরুতর অভিযোগ উঠে এসেছিল রাজ্যের একাধিক জেলা থেকে। প্রকৃত যারা পুরস্কার পাচ্ছেন তাঁদের বঞ্চিত করে ওই সংস্থা কোটি কোটি টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ তোলা হয়। পাশাপাশি, একাধিক প্রভাবশালী নেতাও এই লটারি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলেও তদন্তে উঠে আসে।

প্রসঙ্গত, রাজ্যে গোরু পাচার মামলা, পুর নিয়োগ দুর্নীতি-সহ একাধিক ক্ষেত্রে তদন্ত করছে ইডি। এর সঙ্গে যুক্ত হয় রাজ্যে রমরমিয়ে চলা লটারির ব্যবসাও। বছর দুয়েক আগে গোরু পাচার মামলায় অন্যমত মূল অভিযুক্ত এনামুল হকের অ্যাকাউন্ট পরীক্ষা করে লটারির টাকা ঢোকার হদিশ পেয়েছিল সিবিআই।

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন