রাজ্যে 50 হাজার কর্মী নিয়োগ ঘোষণার জল্পনা ! বাজেটেই কপাল খুলবে বেকারদের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্য সরকার ২০২৫ অর্থবছরে নতুন বাজেট পেশ করতে চলেছে। আর এই বাজেটে প্রায় ৫০ হাজার নতুন নিয়োগের জল্পনা চলছে। আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার জনগণের মন জয় করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। বর্তমানে শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে একাধিক মামলায় রাজ্য সরকার জড়িয়ে পড়েছেন। এই অবস্থায় রাজ্য সরকার জনগণের আস্থা ফেরাতে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে চলেছে।

আরো পড়ুন : জানুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়র সম্পর্কে !

এই কর্মসংস্থানের পাশাপাশি সরকারি কর্মীদের মাসিক বেতনের পরিমাণ বৃদ্ধ করতে চলেছে। বেশ কিছুদিন যাবত আইনি জটিলতার কারণে সরকারের একাধিক নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল, এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে নতুন নিয়োগের দাবি উঠেছিল একাধিকবার। তবে বর্তমানে বেশ কয়েকটি মামলা সুরাহা হয়েছে তাই 2025 সালের অর্থ বছরে আধিক সরকারের বিভাগে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

বেশ কিছুদিন যাবত রাজ্য সরকারের একাধিক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, যার ফলে প্রচুর শূন্য পদের সৃষ্টি হয়েছে। বর্তমানে সরকারি উদ্যোগে এই শূন্য পদগুলি দ্রুত পূরণের প্রচেষ্টা চলছে। চলতি বছরের অর্থ অধিবেশনে নিয়োগ প্রক্রিয়ার জন্য বাজেট পেশ হতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি নিয়োগ হতে পারে শিশু ও পুষ্টি সংক্রান্ত কেন্দ্র গুলিতে। যেমন আইসিডিএস এবং অঙ্গনওয়ারী প্রকল্পের অধীনে নিয়োগ হবে অঙ্গনওয়ারী কর্মী, সহকারী ও সুপারভাইজার পদে, শিশুদের স্বাস্থ্য, পুষ্টি এবং প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত এই পদগুলিতে। এছাড়া রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগেও বড় নিয়োগের সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন : চিন হটাও, খাল বাঁচাতে শর্ত আমেরিকার

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলিতে নার্সিং সিস্টার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট ও মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া গুলিতে কিছুটা স্থায়ী এবং কিছু পদ চুক্তিভিত্তিক পূরণ করা হবে। উক্ত একাধিক বিভাগের পাশাপাশি রাজ্য নিরাপত্তা বাহিনীতেও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। প্রতিরক্ষা বাহিনীর মধ্যে বাড়তে পারে হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের সংখ্যা। রাজ্য সরকারের একাধিক সরকারি বিদ্যালয় গুলির বেহাল অবস্থা ফেরাতে শিক্ষাক্ষেত্রে প্রচুর নিয়োগের সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি স্কুলগুলিতে চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষা সহায়ক এবং রিসোর্স পারসন নিয়োগের পরিকল্পনা রয়েছে।

উপরে উল্লেখিত একাধিক বিভাগে কর্মী নিয়োগের পাশাপাশি রাজ্য সরকার গ্রামোন্নয়ন, পর্যটন, সংস্কৃতি, জল সরবরাহ ও আইন দফতরেও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে চলেছে বলে সূত্রের খবর। বিশেষ করে, জেলা স্তরের লিগ্যাল অ্যাডভাইজর নিয়োগ করা হতে পারে। এছাড়াও কর্মী নিয়োগের পাশাপাশি বেশ কয়েকটি চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক বেতনের পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। সব মিলিয়ে এবারের বাজেটে কর্মসংস্থান বড় চমক দিতে চলেছেন রাজ্য সরকার। তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন যাবত তাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা প্রস্তুতি চালিয়ে যান। আগামীতে রাজ্যে প্রায় ৫০ হাজারের কাছাকাছি নতুন শূন্য পদে একাধিক বিভাগে কর্মী নিয়োগ হতে চলেছে।

আরও পড়ুন : মাধ্যমিক পাসে কলকাতা সিভিল কোর্টে চাকরি ! দেখুন আবেদন পদ্ধতি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন