Bangla News Dunia , Pallab : রাজ্য পুলিশে বদল আনলেন মমতা। গোয়েন্দা প্রধান তথা এডিজি সিআইডি আর রাজশেখরনকে পদ থেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে পাঠানো হল রাজ্য পুলিশের ট্রেনিংয়ে। এর আগে এই পদে পাঠানো হয়েছিল দময়ন্তী সেনকে৷ সেখান থেকে তাঁকে এডিজি আইজি পলিসি মেকিং পদে নিয়ে আসা হল৷ পলিসি মেকিং পদে ছিলেন আইপিএস অফিসার আর শিবকুমার৷ এখন প্রশ্ন হল সিআইডি-র নতুন গোয়েন্দাপ্রধান কে ? এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও নির্দেশিকা প্রকাশ করেনি নবান্ন।
আরো পড়ুন :- ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এখন কী অবস্থায়? লোকসভায় জানালেন বিদেশমন্ত্রী
কেন রাজশেখরনকে গুরুত্বপূর্ণ পদে সরানো হল, সেটাই স্পষ্ট নয়। এটা রুটিন রদবদল বলেই জানাচ্ছে নবান্ন৷ এডিজি সিআইডি ছাড়াও আরও কয়েকটি পদে রদবদল করা হয়েছে৷ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি রাজীব মিশ্রকে ডিজি (মডার্নাইজেশন) করা হয়েছে।
আর শিবকুমারকে পাঠানো হয়েছে এডিজি (ইবি) পদে। প্রশাসন সূত্রে খবর, নতুন গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন এডিজি সিআইডি-২ পদে আসীন বিশাল গর্গ৷ তিনিই রাজ্য সিআইডি-র সবথেকে সিনিয়র অফিসার। #Short News
আরো পড়ুন :- সংসদে মোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল !