লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানো হলো ! কবে থেকে পাবেন জেনে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বাংলার মা বোনেদের জন্য এক দুর্দান্ত খুশির খবর। নতুন বছরের শুরুতেই লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে ফের এক নয়া আপডেট জানালো রাজ্য সরকার। লক্ষীর ভান্ডার প্রকল্পের মাসিক অনুদানের পরিমাণ আবারো কিছুটা বাড়লো। তাহলে এবার থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলারা প্রতি মাসে কত টাকা করে অনুদান পাবেন? কবে থেকে এই বর্ধিত অনুদান তারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন? এইসব প্রশ্নের যথাযথ উত্তর পেতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। আজকের এই প্রতিবেদনেই এইসব বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন:– চিনকে চাপে ফেলে ইন্দোনেশিয়ার সঙ্গে সখ্য বাড়ানোর পথে ভারত! জানুন বিস্তারিত

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এ রাজ্যের সাধারণ মানুষের কল্যানার্থে একাধিক সাহায্য মূলক প্রকল্পের সূচনা করা হয়েছে। যার মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয়তা লাভ করেছে এ রাজ্যের মহিলাদের জন্য চালু করা লক্ষীর ভান্ডার প্রকল্পটি। এই প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলাদের প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মাসিক অনুদান হিসেবে দেওয়া হয়। যদিও বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই অনুদান কিছুই নয় তবুও আমাদের রাজ্যের বিভিন্ন এলাকার বিশেষ করে গ্ৰামীন এলাকার মহিলারা এই লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পাওয়া প্রতি মাসের অনুদানের টাকা জমিয়ে ছোটো খাটো ব্যাবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে সক্ষম হয়েছেন।

২০২১ এর বিধানসভা ভোটে জয়লাভের পর আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে সাহায্য করতে লক্ষীর ভান্ডার নামে প্রকল্পটি চালু করেছিলেন। সেই সময় এই প্রকল্পের মাধ্যমে জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে এবং রিজার্ভ ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে অনুদান দেওয়া হতো। তারপর ২০২৪ এর লোকসভা ভোটের সময় থেকে সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে জেনারেল ক্যাটাগরির মহিলাদের ক্ষেত্রে ১০০০ টাকা করে এবং রিজার্ভ ক্যাটাগরির মহিলাদের ক্ষেত্রে ১২০০ টাকা করে করা হয়।

তবে সম্প্রতি লক্ষীর ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে একটি নতুন সুখবর শোনা যাচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে যে, সামনের মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে বাজেট পেশ হওয়ার সময় অথবা ২০২৬ এর বিধানসভা ভোটের সময় থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের মাসিক অনুদানের পরিমাণ এক ধাক্কায় অনেকখানি বাড়তে চলেছে। এই প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়ে জেনারেল ক্যাটাগরির মহিলাদের ক্ষেত্রে ১,৫০০ টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির মহিলাদের ক্ষেত্রে ২,০০০ টাকা হবে এমনটাই শোনা যাচ্ছে।

লক্ষীর ভান্ডার প্রকল্পের অনুদানের পরিমাণ শেষমেশ বাড়বে তো?

যদিও শেষমেশ লক্ষীর ভান্ডার প্রকল্পের অনুদানের পরিমাণ বাড়বে কিনা বা বাড়লেও তা কবে থেকে বাড়বে সেই বিষয়ে এখনো অবধি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো রকম ঘোষনা করা হয়নি। তবে আশা করা যাচ্ছে যে গতবার যেমন ২০২৪ এর বিধানসভা ভোটের সময় লক্ষীর ভান্ডার প্রকল্পের মাসিক অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছিল ঠিক তেমনই এবারেও ২০২৬ এর লোকসভা ভোটের সময়ও এই প্রকল্পের মাসিক অনুদানের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি করবে রাজ্য সরকার। এছাড়াও বিরোধী পক্ষের মতে এই লক্ষীর ভান্ডার প্রকল্পই হল পশ্চিমবঙ্গ সরকারের ভোট কেনার সবচাইতে বড় অস্ত্র। ২০২১ সালে লক্ষীর ভান্ডার প্রকল্পের সূচনার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই প্রকল্পই এই রাজ্যে তৃণমূল সরকারের গদি টিকিয়ে রাখতে সাহায্য করেছে। তাই এই প্রকল্পের টাকা খুব শীঘ্রই বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন