Bangla News Dunia, দীনেশ :- কল্যাণমূলক প্রকল্পগুলিতে অনিয়ম রোধ করতে নতুন নিয়ম চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী প্রোগ্রামে আর টাকা দেওয়া হবে না তাহলে? প্রকল্পগুলো কি বন্ধ হয়ে যাচ্ছে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে এই স্কিমগুলি মহিলা এবং ছাত্রদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চালু করেছিলেন, সেখানে দাঁড়িয়ে আজ হঠাৎ এগুলো বন্ধ হয়ে গেলে ভীষণ বিপদে পড়বেন সুবিধাভোগীরা।
আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?
তরুণের স্বপ্ন প্রকল্পে অনিয়ম
তরুণের স্বপ্ন প্রকল্প শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ট্যাব প্রদান করছে, কিন্তু এই ট্যাবের জন্য অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। অপব্যবহার এবং ভুল অর্থপ্রদানের অভিযোগ সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করছে।
ভবিষ্যতে এই ধরনের সমস্যা প্রতিরোধ করতে, সরকার আরও ভাল মনিটরিং এবং স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। আর তাই আগামী বছর থেকে নতুন নিয়ম চালু করার পরিকল্পনা রয়েছে।
আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !
অপব্যবহার রোধে টাকা দেওয়াই বন্ধ?
জালিয়াতি কমাতে, আধার নম্বরের বাধ্যতামূলক ব্যবহার করাবে রাজ্য সরকার৷ তরুণের স্বপ্ন স্কিমে টাকা পাওয়ার জন্য করতে হবে আধার লিঙ্কিং। আধার নম্বর লিঙ্ক করার মাধ্যমে, অর্থ সরাসরি প্রাপকদের কাছে পৌঁছে যাবে বলে আশা করছে রাজ্য সরকার।
এই পদক্ষেপটি ভুল অর্থপ্রদান বা অন্য ধরনের অপব্যবহারের সম্ভাবনা রোধ করবে বলে আশা করা হচ্ছে। স্কিমটির কার্যকারিতা উন্নত করতে শিক্ষা বিভাগকে আধার লিঙ্কের প্রক্রিয়াটি অন্বেষণ করার নির্দেশও দেওয়া হয়েছে।
আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?
লক্ষ্মীর ভান্ডারের কী অবস্থা এখন?
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, উল্লেখযোগ্য সাফল্য দেখেছে। এই স্কিমটি মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে এবং আধার নম্বর ব্যবহার করে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে অর্থপ্রদান করা হয়।
চালু হওয়ার পর থেকে, স্কিমটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, 2 কোটিরও বেশি মহিলা এতে উপকৃত হয়েছে৷ গুরুত্বপূর্ণভাবে, ভুল অর্থপ্রদান বা জালিয়াতির কোনও অভিযোগ নেই। তাই আপাতত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না।
প্রসঙ্গত, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্যের পরিপ্রেক্ষিতে, সরকার বিশ্বাস করে যে অনুরূপ আধার-ভিত্তিক প্রক্রিয়াগুলি তরুণের স্বপ্ন সহ অন্যান্য কল্যাণমূলক কর্মসূচিতে প্রয়োগ করা যেতে পারে। মহিলা, শিশু ও সমাজকল্যাণ দফতর তাহলে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটির মতো অন্যান্য প্রকল্পও সফলভাবে চালাতে পারবে।
অর্থাৎ, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো তরুণের স্বপ্ন প্রকল্পে আধার লিঙ্কিং করা না হলে, টাকা আটকে গেলেও যেতে পারে।
আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন
আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
Vidyasagar Vidyapith Recruitment 2024: শিক্ষক এবং সুপারিনটেনডেন্ট পদে হবে নিয়োগ, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/sjIY5TxJbN
— Daily Khabor Bangla (@daily_khabor) November 13, 2024
পড়ুয়ারা পাবে ৫০০০ টাকা স্কলারশিপ, জেনে নাও আবেদনের সহজ পদ্ধতি👇🏻https://t.co/zUNjFUuSD8
— Daily Khabor Bangla (@daily_khabor) November 12, 2024
BRO Recruitment 2024: শূন্য পদ সংখ্যা রয়েছে ৪৬৬ টি, দেখুন আবেদন পদ্ধতি👇🏻https://t.co/TDRqPo4Vix
— Daily Khabor Bangla (@daily_khabor) November 13, 2024
আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন
আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের
আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে