Bangla News Dunia , Rajib : আপনিও কি শিয়ালদা-এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা চালু হওয়া নিয়ে মুখিয়ে রয়েছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। কারণ এই মেট্রো রুট নিয়ে এসে গেল বিরাট আপডেট, যেটি সম্পর্কে শুনলে হয়তো আপনিও খুশ হয়ে যাবেন। আসলে আর হয়তো মাত্র দু মাস পরেই এই রুটে আপনি মেট্রো চলতে দেখার সৌভাগ্য লাভ করটতে পারেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ২ টানেলে যাতে শীঘ্রই মেট্রো ছোটানো যায় তার জন্য জোরকদমে প্রস্তুতি চলছে।
কবে চলবে শিয়ালদা টু এসপ্ল্যানেড মেট্রো?
এখন মেট্রো যাত্রীদের মুখে একটাই কথা, কবে চলবে শিয়ালদা টু এসপ্ল্যানেড মেট্রো? এবার এই প্রশ্নের উত্তর নিয়ে আসরে নামল খোদ কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জানলে খুশি হবেন, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশে পরিষেবা চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আসলে পশ্চিমমুখী সুড়ঙ্গে লাইন পাতার জন্য প্রস্তুতি শুরু করা হল। এর ফলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই মেট্রো রুটে ট্রায়াল রান করা শুরু হবে।
আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta
শুরু হবে ট্রায়াল রান?
মেট্রো সূত্রে জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক চললে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই পূর্ব ও পশ্চিমমুখী অর্থাৎ এসপ্ল্যানেড-শিয়ালদা রুটে লাইন পাতার কাজটা শেষ হয়ে যাবে। এরপর নয়া বছরের শুরুতেই মিটে যাবে পূর্বমুখী সুড়ঙ্গের কাজও। অর্থাৎ জানুয়ারির মধ্যেই দুটি সুড়ঙ্গ পুরো তৈরী করে ফেলতে পারবেন শ্রমিকরা। তারপর হবে ট্রায়াল রান। আর এই ট্রায়াল রান সফল হলেই একটা মেট্রোতে করেই সাধারণ মানুষ অনায়াসেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে এসপ্ল্যানেড যেতে পারবেন। অর্থাৎ আর দীর্ঘক্ষন ধরে বাসের অপেক্ষা করতে হবে না কাউকে।
মেট্রোর বড় পরিকল্পনা
মেট্রো কর্তৃপক্ষের যা প্ল্যান সেটা অনুযায়ী, পূর্বমুখী এবং পশ্চিমমুখী সুড়ঙ্গের কাজ শেষ হয়ে গেলে দুটি টানেলেই পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হবে। প্রথমে মেট্রোর ট্রায়াল রান হবে। তারপর আবেদন জানানো হবে কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) পরিদর্শনের জন্য। আর সিআরএসের অনুমোদন পেলেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো অংশে পরিষেবা চালু হয়ে যাবে সকলের জন্য। আশা করা হচ্ছে নতুন বছরেই এই রুটের মেট্রোতে উঠতে পারবেন সাধারণ মানুষ।
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
SAIL Recruitment 2024: সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ৫১ টি শূন্য পদে হবে নিয়োগ!👇🏻https://t.co/E7DZnMLaHl
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
কবে পাবেন আবাস যোজনা টাকা? জেনে নিন দিনক্ষণ!👇🏻https://t.co/XzWAb17x9u
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের