শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের বেশীরভাগ জেলায় বৃষ্টির সতর্কতা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,  Pallab : ডিসেম্বরের শুরুতে শীত ছক্কা মারলেও দ্বিতীয় সপ্তাহ পার হতে না হতেই বড় বাধা পেল শীত। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আকাশের মুখ ভার। আজ থেকেই আকাশ মেঘে ঢেকেছে। আগামী দু’দিন টানা বৃষ্টি হতে চলেছে বলে ইতিমধ্যেই জানিয়েছে হাওয়া অফিস। অগত্যা পৌষের শুরুতেই তাই হালকা শীতের আমেজে গা ভাসাতে হচ্ছে শীত প্রেমীদের।

শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই নিম্নচাপ মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ আরও শক্তি বাড়াতে চলেছে বলে খবর। আর এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূলের দিকে। আর এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে ৷

আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবার, সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ১০টি জেলায়। যেই ১০ টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার একটি বা দুটি অংশে। তবে পশ্চিমী জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে আগামীকাল অর্থাৎ শনিবার, সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। এবং দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। তবে রবিবার থেকে আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। #End

আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন