শিক্ষকদের বদলি নিয়ে সুখবর, নয়া পন্থা জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যে সরকারী কর্মীদের DA মামলার জট যেমন দীর্ঘদিনের এক বড় সমস্যা। ঠিক তেমনি রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের ‘মিউচুয়াল ট্রান্সফার’ বা আপস-বদলি নিয়েও দীর্ঘ কয়েক বছর ধরে সমস্যা হয়েই চলেছে। সাধারণত পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক শিক্ষিকাদের বদলির আবেদন করার জন্য এই ‘উৎসশ্রী’ পোর্টাল চালু করেছিল। কিন্তু বিভিন্ন মামলার কারণে শিক্ষকদের বদলির পোর্টাল ‘উৎসশ্রী’তে আবেদন গ্রহণ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। আর এই পরিস্থিতিতে শিক্ষক শিক্ষিকাদের সুখবর শোনাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষকদের বদলির এই পোর্টাল দ্রুতই এবার খুলতে চলেছে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন: BMW না চড়ে মারুতি ৮০০, মধ্যরাতের ফোন কলে ‘অ্যাকসিডেন্টাল এফএম’, জানুন অজানা-অচেনা মনমোহনকে

শিক্ষক নিয়োগের সমস্যাই মূল কারণ !

২০২২ সালে রাজ্যে শিক্ষক বদলির পোর্টাল বন্ধ রাখার প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই যে বন্ধ হয়েছিল তারপর আর খোলার সম্ভাবনা দেখা যায়নি। তবে বদলির পোর্টাল বন্ধ হওয়ার আগে পর্যন্ত প্রায় ২২০০-এর বেশি বদলির আবেদন থমকে রয়েছে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে। শুধু তাই নয়, একই ভাবে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রেও আবেদন জমা পড়ে রয়েছে। কিন্তু সেই সকল আবেদন এখনও পর্যন্ত খুলেও দেখা হয়নি। কারণ হিসেবে মনে করা হচ্ছে শিক্ষক নিয়োগের সমস্যা। কিন্তু শিক্ষক মহলের একাংশের প্রশ্ন, যদি নিয়োগের সমস্যার জন্যই এই বদলির পোর্টাল বন্ধ রাখা হয়, তবে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে নিয়োগের শূন্য আসন রয়েছে তাহলে ট্রান্সফার চালুর ক্ষেত্রে কী সমস্যা হচ্ছে। তবে এবার হয়তো সেই সমস্যা কাটতে চলেছে।

মিউচুয়াল ট্রান্সফার চালুর ক্ষেত্রে সবুজ সংকেত!

বিশেষ সূত্রে জানা গিয়েছে, শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার চালুর ক্ষেত্রে আপাতত কোন‌ও অসুবিধা নেই বলে সরকারকে স্পষ্ট জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন। এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে, এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে। তাই সেক্ষেত্রে জেনারেল ট্রান্সফার চালু হলে ব্যাঘাত দেখা দিতে পারে। তবে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোন‌ও সমস্যা নেই। ইতিমধ্যেই শিক্ষা দফতরকে সেই কথা জানানো হয়েছে। আর এই আবহে আশঙ্কা করা যাচ্ছে তাহলে কি বছরের শুরুতেই চালু হতে চলেছে উৎসশ্রী পোর্টাল! অবশেষে কি তবে ঘুচতে চলেছে শিক্ষকদের বদলির সমস্যা।

অন্যদিকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন যে, গত প্রায় আড়াই বছর ধরে সরকারের এই উৎসশ্রী পোর্টাল বন্ধ আছে। এর ফলে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো শিক্ষক-শিক্ষাকর্মীদের বাড়ির কাছে বদলি হয়ে আসার পরিকল্পনায় ব্যাঘাত ঘটছে। এদিকে প্রাইমারি বোর্ড ও SSC যে প্রস্তাব দিয়েছে তা অন্ততপক্ষে শিক্ষা দফতরের মেনে নেওয়া উচিত এবং শীঘ্রই মিউচুয়াল ট্রান্সফার চালু করা উচিত।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন