শিক্ষা দপ্তরকে সাইবার-শিক্ষার পাঠ পুলিশের

By Bangla News Dunia Rajib

Published on:

cyber

Bangla News Dunia , Rajib : ‘কী করিতে হইবে।’ ট্যাবের টাকা নয়ছয়ের ঘটনায় খানিকটা লেনিনিস্ট ঢঙেই যেন বিকাশ ভবনকে সতর্ক করল কলকাতা পুলিশ। পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ার তদন্তে পুলিশ দেখে বাংলার শিক্ষা পোর্টালের সাইবার সিকিউরিটির বিষয়টি একেবারেই ঢিলেঢালা।

কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দলের অফিসাররা দেখেন পোর্টালের সাইবার সিকিউরিটির অবস্থা এতটাই জঘন্য যে গুগল করলেই পাওয়া যাচ্ছিল স্কুলের ইউনিক আইডি। পাসওয়ার্ডও ছিল সুরক্ষাহীন। ফলে খুব সহজেই প্রতারকরা পোর্টালে ঢুকে পড়ুয়াদের প্রাপ্য টাকা নিজেদের অ্যাকাউন্টে চালান করতে পেরেছিল।

আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta

এ বার তাই শিক্ষা দপ্তরকে সাইবার সিকিউরিটি নিয়ে ডুজ় অ্যান্ড ডোন্টস পাঠাল লালবাজার। যেখানে নিরাপত্তা নিয়ে নানা পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষা মহলের অনেকেই তাই হালকা চালে বলছেন, শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ করতে কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেনিন লিখেছিলেন ‘হোয়াট ইজ় টু বি ডান।’ যার বাংলা বইয়ের নাম ‘কী করিতে হইবে’। খানিকটা যেন তেমন ভাবেই বিকাশ ভবনকে সতর্ক করে পুলিশ বলে দিল কী করবেন, কী করবেন না।

ও দিকে ট্যাবের টাকা নয়ছয়ের ঘটনায় গ্রেপ্তারি অব্যাহত। মালদা পুলিশের হাতে ধরা পড়েছেন আরও একজন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের কাজিবস্তির বাসিন্দা সাবির আলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ১১টা নাগাদ মালদা পুলিশ তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পুলিশের দাবি, জেরায় সাবির স্বীকার করেছেন তাঁকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিতে বলা হয়েছিল। বলা হয় সেখানে মাটি কাটার টাকা ঢুকবে। কিছু টাকা ঢুকেওছিল।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

সাবির পেশায় চাষি। মাঝেমধ্যেই ভিন রাজ্যে শ্রমিকের কাজে যান। সাবিরের বাবা জাহেদুর রহমান বলেন, ‘ছেলের শ্বশুরবাড়ি গোয়ালপোখরের বড়বিল্লা গ্রামে। সেখানে শিবানী নামে একটি ছেলে সাবিরের অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকিয়েছিল। শর্ত অনুযায়ী সেখান থেকে সাবিরকে পাঁচ হাজার দিয়ে বাকি টাকা শিবানী নিয়েছিল।’ অভিযুক্তের খোঁজে রয়েছে পুলিশ।

প্রসঙ্গত, ট্যাব কেনার টাকা যারা পায়নি সেই সব পড়ুয়াদের অনেককেই টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার। যেমন পশ্চিম বর্ধমানের ১৭টি স্কুলের যে ৫৫ জন ট্যাবের টাকা পায়নি, মঙ্গলবার রাজ্য সরকার তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে।

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন