Bangla News Dunia, দীনেশ :- আগামী দু’দিন উত্তর বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই (Weather Update)। তবে দু’দিন পর থেকে হবে পারদ পতন। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে নতুন বছরের শুরুতেই ছন্দে ফিরতে পারে শীত।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং এবং কালিম্পং জেলায় রবিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে। তবে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের প্রায় সর্বত্র।
অন্যদিকে, রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal) দুই জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদে। দক্ষিণের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না