Bangla News Dunia, Pallab : একদিকে পশ্চিমী ঝঞ্ঝা তো অপরদিকে নিম্নচাপ দুই এর গোলযোগে ফ্যাসাদে পড়েছে বঙ্গের আবহাওয়া। ভরা পৌষে শীতের ঝোড়ো ব্যাটিং আপাতত থমকে রয়েছে। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ বজায় ছিল। সঙ্গে ছিল মনোরম আবহাওয়া। কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পড়তে না পড়তেই ফের শীত একধাক্কায় অনেকটা কমে গিয়েছে। বেলা বাড়তেই লাগছে না সোয়েটার, চাদর। কপালে দেখা যাচ্ছে হালকা ঘামের বিন্দু।
এইমুহুর্তে গভীর নিম্নচাপ প্রসঙ্গে মৌসম ভবনের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে পূর্ব ও উত্তর-পূর্ব দিকে যাওয়ার সময় গভীর নিম্নচাপ খুব ধীরে শক্তি হারাবে। এবং আশা করা যাচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এটি অন্ধপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি চলে আসবে। তার উপর আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাবে উত্তর-পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে পাঞ্জাব ও রাজস্থান সংলগ্ন এলাকায়। আর এই ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ বাড়বে।
আরো পড়ুন :- ইসলামিক সাম্প্রদায়িক শক্তির সমর্থনে জিতেছেন গান্ধী ভাই-বোন ! বিস্ফোরক সিপিএম নেতা
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের প্রতি জেলা আজকের আবহাওয়ার মতই শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিন্তু জাঁকিয়ে শীত পড়বে না এখনই। আবহবিদরা বলছেন, দক্ষিণবঙ্গে মেঘের আস্তরণ কেটে গেলেও, দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প রয়ে গিয়েছে। তার জেরেই আপাতত এখন কনকনে ঠান্ডার কোনো সম্ভাবনা নেই। এমনকি বড়দিনের আগে যে শীতের মেজাজ রয়েছে তা আগামী কয়েকদিনেও একই থাকবে বলে আশা করা যাচ্ছে। অর্থাৎ বড়দিনটা কাটবে উষ্ণতায়।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে দার্জিলিং এর উঁচু এলাকায় রাতের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কুয়াশার আচ্ছাদনে থাকতে পারে শৈলশহর। কালিম্পং এও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার সম্ভাবনা সবচেয়ে বেশি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও মালদায়। কুয়াশার দাপট এতটাই বেশি থাকবে যে কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে।
আরো পড়ুন :- বাংলাদেশের মন্দিরে হাত-পা বাঁধা অবস্থায় পুরোহিতের দেহ উদ্ধার, ইউনূসের নিন্দায় ইসকন
আরো পড়ুন :- Big News :- এবার ট্রুডোর সরকার ফেলে দেওয়ার হুমকি খালিস্তানী নেতার !