Bangla News Dunia, Pallab : ডিসেম্বরের শুরুতে কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডা পড়লেও তারপর বৃষ্টি, নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার দৌলতে শীত আপাতত টাটা বাই বাই। তাই ভরা পৌষেও বেশি গরম জামাকাপড় পড়লেই ঘাম দেখা যায় কপালে। আর এই আবহে বছর শেষের আগে ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ফের বৃষ্টি হতে পারে।
এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। যার মধ্যে একটি গতকাল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে ঢুকেছে। এবং অপর পশ্চিমী ঝঞ্ঝাটি আগামীকাল অর্থাৎ শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে। জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায়। হরিয়ানা এবং মধ্যপ্রদেশ এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। যার জেরে এককথায় বলাই যাচ্ছে বছর শেষে শীতের আর হিরো হয়ে ওঠা হল না।
আরো পড়ুন:– আরজি করে আট তলার ঘরের সিল ভাঙার চেষ্টা, নেপথ্যে কোন রহস্য?
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। যার ফলে বেলার দিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে খুব হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের হবে না। তাই সেক্ষেত্রে শীতের প্রভাব কম থাকবে। রবিবারের পর ফের নামবে পারদ। তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি এই বছরে আর নেই, জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার, উত্তরবঙ্গে সপ্তাহ শেষে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কুয়াশার সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলায়। তবে এরই মাঝে আগামী শনিবার বৃষ্টিও হতে পারে। মূলত দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি তিন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।