শীত কী আর ফিরবে ? দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বিরাট আপডেট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : এখন শীতকাল না গ্রীষ্মকাল চলছে তা কার্যত ধরা যাচ্ছে না। জানুয়ারির শেষে কার্যত ঘাম ছুটছে সকলের। গায়ে গরম জামা রাখা যাচ্ছে না। সব মিলিয়ে বর্তমানে বাংলার আবহাওয়া নিয়ে তিতিবিরক্ত সাধারণ মানুষ। ভিলেন পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলায় এবারেও শীত জাঁকিয়ে পড়তে পারল না বলে দাবি করছেন আবহাওয়াবিদরা। যাইহোক, আলিপুর যদিও জানাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে। হ্যাঁ ঠিকই শুনেছেন। তাহলে দেরি না করে ঝটপট জেনে নিন আজ শনিবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।

আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের আধিকারিকরা জানাচ্ছেন, শীত শেষ হয়েছে তা আমরা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে শৈত্যপ্রবাহ ফিরলেও এ বছর যা অভিজ্ঞতা হয়েছে, তার চেয়ে বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। ১১ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি, যা এই মরশুমে সর্বনিম্ন। যাইহোক, আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় মোটের ওপর ঠান্ডা থাকবে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি ও সর্বোচ্চ পারদ ২৮ ডিগ্রির মধ্যে থাকবে। বহু জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। ঘন কুয়াশার জন্য আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। ঘন কুয়াশার হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও। মাসের শুরুতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দার্জিলিং ও কালিম্পঙ -এ বৃষ্টি হতে পারে।

আগামীকালের আবহাওয়া

এবার আসা যাক রবিবার অর্থাৎ ছুটির দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া সে সম্পর্কে। এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। সেইসঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা এইচ আর বিশ্বাস বলেন, “আগামী ছয় থেকে সাত দিনের মধ্যে এ ধরনের পরিস্থিতি বিরাজ করতে পারে। এর পরে, সেলসিয়াসে একটি প্রান্তিক পতনের সম্ভাবনা রয়েছে। এর পরে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে।”

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন