Bangla News Dunia, Pallab : কিছুদিন আগে জোকা থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রোর জট কেটেছে। আসলে জোকা থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো সঠিকভাবে চলাচলের জন্য ধর্মতলায় স্টেশন তৈরির প্রস্তুতি আগেই শুরু করেছিল মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু সেখানে বাঁধা হয়ে দাঁড়ায় বিধান মার্কেটের ব্যবসায়ীরা। এদিকে বিধানমার্কেট এলাকা সেনার আওতাধীন। তাই বাধা দূর করতে সেনার কাছে অনুমতিও চাওয়া হয়। কিন্তু সেই অনুমতি না মেলায় তৈরি হয় জট। অবশেষে সেই জট কেটেছে। সবুজ সংকেত দেওয়া হয়েছে সেনাদের তরফ থেকে। আর এই আবহে আরও এক নয়া পরিকল্পনা করা হয়েছে মেট্রো সংক্রান্ত।
আরো পড়ুন:– চেন্নাইয়ের সেরা ৫ হাসপাতালের তালিকা। দক্ষিণ ভারতে কোন রোগের জন্য কোন হাসপাতাল সেরা? জেনে নিন
এসপ্ল্যানেড নয় সোজা বাবুঘাটে থামবে মেট্রো!
রেলের অনুমোদিত প্রকল্প অনুযায়ী প্রথমে ঠিক করা হয়েছিল যে, জোকা থেকে চালু হওয়া মেট্রো এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা প্রদান করবে। কিন্তু এবার সেই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নয়া পরিকল্পনা অনুযায়ী জানা গিয়েছে, এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা না দিয়ে সোজা বাবুঘাট পর্যন্ত নিয়ে যাওয়া। মেট্রো কর্তৃপক্ষের ধারণা এই নয়া উদ্যোগ অসংখ্য মেট্রো যাত্রীদের সুবিধা হবে। আর কষ্ট করে বাস, ফেরি করে অথবা ট্রেন বারে বারে পরিবর্তন করে আসার ঝঞ্ঝাট পোহাতে হবে না যাত্রীদের।
কবে থেকে শুরু হবে কাজ?
আর এই আবহেই প্রশ্ন উঠছে বাবুঘাট এর কাছে কোথায় হবে এই স্টেশন? মেট্রো কর্তৃপক্ষের অন্দরমহলেও চলছে এই বিষয় নিয়ে কথাবার্তা। তবে নাকি পরিকল্পনা করা হচ্ছে স্টেশনটি ইডেন গার্ডেন ও মোহনবাগান ক্লাবের মাঝখানে করা হবে। অর্থাৎ মাটির নীচেই হবে এই স্টেশন। তাহলে খেলা দেখে বেরিয়ে আসার সময় দর্শকদের মেট্রো ধরার জন্য বেশি দৌড়াদৌড়ি করতে হবে না। সব কিছুই কাছে পাওয়া যাবে। তবে এখনই মেট্রো কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। রেল পরিকল্পনা নিয়ে রেলওয়ে বোর্ড থেকে চূড়ান্ত অনুমতি পাওয়ার পরেই তৈরি হবে যাত্রাপথের নকশা। এবং শুরু হবে কাজ।