শুভেন্দু গড়ে উড়ল সবুজ আবির !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bjp tmc

Bangla News Dunia, Pallab : বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে পূর্ব মেদিনীপুরে আরও দুটি সমবায় সমিতিতে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। বিজেপি ও বামেদের জোটকে পরাস্ত করে ভগবাপুর ১ নম্বর ব্লকের মাশুড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়জয়কার তৃণমূল প্রার্থীদের। আবার রামনগর বিধানসভার পদিমা ১ অঞ্চলে সরিপুর সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল রাজ্যের শাসক দল।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন ৪০,১০০ টাকা ! পোস্ট অফিসের এই স্কিমে এখনই আবেদন করুন

রবিবার মাশুড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৯টি আসনের মধ্যে ৫টি আসন দখল করল শাসকদল। এদিন সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় মাশুড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন হয়। বিকেলে ফল ঘোষণার পর দেখা যায়, ৯টি আসনের মধ্যে ৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। এবং ৪টি আসনে জয়লাভ করে BJP ও CPM-র জোট প্রার্থীরা। এই সমবায়ে মোট ভোটার ছিল ৬৪৭। ভোট পড়েছে ৬০১টি। এই সমবায়ে ২০ বছর ভোট হল। সেই নির্বাচনে জিতল রাজ্যের শাসকদল। জয়লাভের পরে বাজি ফাটিয়ে সবুজ আবির খেলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন : ৮ হাজারে কাশ্মীর, ৪৫০ টাকায় দিঘা ভ্রমণ ! সস্তায় ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ

সমবায় নির্বাচনে জিতে ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা বলেন, “এই সমবায় সমিতি প্রায় ২০ বছরের বেশি সিপিএম-এর সিলেক্টেট কমিটি হিসেবে ছিল। এবার বিজেপি সঙ্গে জোটবদ্ধভাবে সিপিএম লড়াই করেছিল। সেই জোটকে হারিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ‌এই জয় থেকে এটা প্রমাণ হয় যে, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। উন্নয়নের সঙ্গে আছে।”

আরও পড়ুন : দুর্গন্ধজনিত বিভিন্ন শারীরিক সমস্যার জন্য সেরা বায়োকেমিক ঔষধ !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন