Bangla News Dunia , দীনেশ : আজ বুধবার রাজ্যের ছ’টি কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হল। তার মধ্যে অন্যতম উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্র। সকাল সাতটা থেকে এই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত। নৈহাটিতে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিল ১৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছিল ১ হাজারের বেশি পুলিশ কর্মী।
আজ উপনির্বাচনে নৈহাটি কেন্দ্রে মূলত তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই দেখা গিয়েছে। নৈহাটি কেন্দ্রের বিধায়ক ছিলেন পার্থ ভৌমিক। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি এবার সাংসদ নির্বাচিত হন। যার জন্য বিধায়কের পদ থেকে ইস্তফা দিতে হয় পার্থকে। তাই এখানে উপনির্বাচন হচ্ছে। সেখানে বিজেপি প্রার্থী রূপক মিত্র।
সকাল থেকেই বিজেপির প্রার্থী রূপক মিত্র দাবি করেন, বিভিন্ন এলাকায় তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। তাদের এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, মানুষকে উত্তপ্ত করা হচ্ছে যাতে তারা ভোট না দেয়। যেখানে বিজেপির ভোটার সংখ্যা বেশি সেখানে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, যাতে মানুষ ভোট দিতে না বেরোয় ঘর থেকে।
তিনি বলেন, নৈহাটি বিধানসভা কেন্দ্রের ১৬-১৭ নম্বর বুথে এজেন্টদের বসতে দেয়া হয়নি। কারণ এই বুথে বিজেপির ভোটার বেশি , এই দুটি বুথ যদি শাসক দল দখল করতে পারে তাহলে বিজেপির ভোটার সংখ্যা কমবে। এছাড়া তিনি বলেন, ৬২ নম্বর বুথের এজেন্টকে হুমকি দেয়া হয়েছে এমনকি তার বাড়িও ভাঙচুর করা হয়েছে, তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না।
এরই সাথে তিনি বলেন, নৈহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁপা এলাকার প্রায় চারটি বুথে গতকাল রাতেই শাসক দলের দুষ্কৃতীরা গিয়ে বিজেপির বুথ এজেন্টদের শাসিয়ে এসেছে। যার ফলে আজ তারা বাড়ি ছাড়া। ফলে ওই চার কেন্দ্রে আমরা এজেন্ট দিতে পারিনি। তিনি বলেন, 79 নম্বর বুথের বাইরে বহিরাগতদের জমায়েত এর খবর সামনে এসেছে। এছাড়া 14/15/16/17- এই সকল বুথে বিজেপি এজেন্ট বসতে দেওয়া হয়নি।
বিজেপির তরফ থেকে দাবী করা হয়েছে ২৩ নম্বর ৩৩ নম্বর ও ৩৪ নম্বর বুথে বাইক বাহিনীর জমায়েত হয়েছিল। তারা মানুষকে ভয় দেখানোর জন্য এই জমায়েত করেছিল। এছাড়াও বিজেপির তরফ থেকে দাবী করা হয়, ধানকল ডিফেন্স কলোনির ২৩ নম্বর বুথ ও কাঁচরাপাড়া রিফিউজি ফিসারমেন অফিসের 33-34 নম্বর বুথে ছাপ্পা দিয়েছে তৃণমুল। সেখানে বিজেপির এজেন্টদের মেরে ও ভয় দেখিয়ে বের করে দেওয়া হয়েছে । এছাড়াও বিজেপির তরফে দাবী করা হয়েছে, ‘জৌনপুর গার্লস হাই স্কুল’ এই স্কুলে ৬ ও ৭ নম্বর বুথ রয়েছে। এই দুই বুথেই ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। এরই সাথে বিজেপির দাবি, 55 to 59 নম্বর বুথে বহিরাগত বাইক বাহিনীদের জমায়েত হয়েছিল। তারা শেষ বেলায় বিজেপির কর্মীদের ভয় দেখিয়ে ছাপ্পা দিয়েছে। এছাড়াও বিজেপির দাবি 154 নম্বর বুথে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমুলের দুষ্কৃতিরা।