সপ্তাহান্তে ফের উঁকি মারবে শীত ! আবার দেখা মিলবে বৃষ্টিরও

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পৌষ পেরিয়ে মাঘ এলেও শীতের দেখা একদমই নেই। অপেক্ষা করেও আর আশানুরূপ ফল পেল না শীতপ্রেমী বাঙালিরা। উল্টে আগামী ৭২ ঘণ্টায় রাজ্যে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার হাওয়া অফিস জানিয়েছে, একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার দাপটেই মুখ থুবড়ে পড়েছে শীত। কিন্তু জানুয়ারি মাসে আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় সত্যিই অস্বস্তিতে পড়েছে রাজ্যবাসী।

এদিকে হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত নাকি আরও কিছুদিন থাকবে রাজ্যে। এখনই পুরো বিদায় নেবে না শীত। পাশাপাশি ঘন ঘন কুয়াশায় ঢাকবে জেলাগুলি। আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও সপ্তাহান্তে ফের শীতের আমেজ ফিরবে। তবে সরস্বতী পুজোর পরে শীত একেবারে গুটিয়ে যাবে।

আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আজকের মত আগামীকাল অর্থাৎ শনিবারও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনও হেরফের হবে না। কিন্তু রবিবার থেকে আবার নিম্নমুখী হবে পারদ। তারপরে ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে নামবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ থাকবে। এবং ন্যূনতম ৫৯ শতাংশ থাকতে পারে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবার, উত্তরবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তবে আগামীকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে।‌ ফের ২৬ জানুয়ারি থেকে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ায় উত্তুরে হাওয়া বইবে। তাপমাত্রা ফের কমবে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিকে সপ্তাহের শুরুতে উত্তরের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হালকা বৃষ্টি কিংবা তুষারপাতও হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে।

এছাড়া উত্তরবঙ্গের কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার দাপট বেশি দেখা যাবে। এতটাই বেশি থাকবে যে দৃশ্যমানতা ২০০ মিটার থেকে ৫০ মিটারের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে প্রবল।

আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল

আরও পড়ুন:– লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই দুই IT কোম্পানির, কেন এক লাফে এতটা বাড়ল শেয়ার দর ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন