সুকান্ত “ম্যাজিক’ বাঁকুড়ায় ! পুরসভায় খাতা খুলে ফেলল BJP

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

sukanta

Bangla News Dunia , পল্লব : তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভায় খাতা খুলল পদ্ম শিবির। বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তী যোগ দিলেন বিজেপিতে। নির্দল হিসাবে নির্বাচিত হওয়ার আগে তিনি ছিলেন তৃণমূল কাউন্সিলর। প্রসঙ্গত, ২০২২ সালের নির্বাচনে বাঁকুড়া পুরসভার ২৪টি আসনের মধ্যে ২১টি আসনে জয়ী হয় তৃণমূল। দলীয় টিকিট না পেয়ে নির্দল হিসাবে লড়াই করে জয় ছিনিয়ে নেন বিক্ষুব্ধ ৩ প্রার্থী। এদের মধ্যে অন্যতম ছিলেন বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অনন্যা রায় চক্রবর্তী।

আরো পড়ুন:- দেউচা পাঁচামির পর হদিশ আরও একটি কয়লা খনির! কপাল খুলতে চলেছে রাজ্যবাসীর। প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

যদিও নির্দল হিসাবে জয়ী হলেও পরে বিজয় মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোলে নিয়ে পথ হেঁটেছিলেন অনন্যা রায় চক্রবর্তী। প্রাক্তন এই তৃনমূল কাউন্সিলার তারপর থেকে নির্দল কাউন্সিলর হিসাবেই কাজ করে আসছিলেন।

কিন্তু এবার ছন্দপতন। শনিবার সন্ধ্যায় বাঁকুড়া নারী সুরক্ষা মহামিছিলে অংশ নিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাঁকুড়ায় যান। তারপরেই হয়ে যায় দলবদল। #Short News

আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন