Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- টানা লকডাউনে দেশ তথা সারা বিশ্ব। ফলে বন্ধ শিল্প কলকারখানা থেকে যানবাহন। দ্রুত কমেছে পরিবেশ দূষণ। তার ফল মিলছে হাতে নাতে। কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা গিয়েছে। এবার দেখা গেল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। একেবারে স্পষ্ট এভারেস্ট ! ঝকঝকে, সোনা রংয়ের বরফে মোড়া পাহাড় মাথা উঁচু করে আছে।
নেপালের রাজধানী কাটমানডু থেকে এভারেস্টের চূড়া স্পষ্ট দেখতে পেলেন সাধারণ মানুষ। বহু দিন পর এমন এক দৃশ্য দেখা গেল বলে জানিয়েছেন স্থানীয়েরা। ২০০ কিলোমিটার দূরের এই পাহাড়কে এত স্পষ্ট এর আগে দেখা যায়নি। ছবি ভাইরাল হতেই সারা পরে গেছে নেট দুনিয়া থেকে সারা বিশ্বে। এক বিরল কৌতুহলী দৃশ্য এক কথায় বলা যেতে পারে।
আরো পড়ুন :- সুদিন আসছে ইউরোপের দেশ গুলোতে
প্রসঙ্গত ক’দিন আগেই জলন্ধরের বাসিন্দারে সকালে উঠে চমকে গিয়েছিলেন ধৌলধর পাহাড় দেখতে পেয়ে। কিছুদিন আগে উত্তরপ্রদেশের সাহরানপুর থেকে হিমালয়ের চূড়াও দেখা গিয়েছিল। এবার একেবারে স্পষ্ট এভারেস্ট ! বিশেষজ্ঞরা বলছেন , টানা লকডাউনের প্রভাবে দেশ জুড়ে দূষণের মাত্রা অত্যন্ত কমে গিয়েছে। ফলে বাতাস হয়েছে হাল্কা ও শুদ্ধ। ফলে সেই পরিষ্কার বাতাসে সহজে দূর দূরান্ত পর্যন্ত চলে যাচ্ছে দৃষ্টি।
আরো পড়ুন :- রাষ্ট্রপুঞ্জের বকেয়া বাকির অভিযোগ চীনের
অর্থাৎ কোথাও কোনও ধোঁয়াশা না থাকায় মানুষের চোখ দেখতে পাচ্ছে অনেক দূরের স্পষ্ট জিনিস। আর সেই কারণেই এমন অনেক শহর থেকে উজ্জ্বল পাহাড়ের দেখা মিলছে, যা আগে কখনও মেলেনি। সত্যি প্রকৃতি ফিরছে তার পুরোনো রূপে।
Highlights
- ২০০ কিমি দূর থেকে এক অভাবনীয় দৃশ্য
- নেপালের রাজধানী কাটমানডু থেকে এভারেস্টের চূড়া স্পষ্ট দেখতে পেলেন সাধারণ মানুষ
- টানা লকডাউনের প্রভাবে দেশ জুড়ে দূষণের মাত্রা অত্যন্ত কমে গিয়েছে
- সত্যি প্রকৃতি ফিরছে তার পুরোনো রূপে