হাওড়ায় ভেঙে ফেলা হবে দুটি গুরুত্বপূর্ণ ব্রিজ, বড় সিদ্ধান্ত পূর্ব রেলের !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বদলে যেতে চলেছে হাওড়া স্টেশন (Howrah Station)। এই হাওড়া স্টেশন এশিয়ার ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম। প্রতিদিন এই রেল স্টেশন থেকে হাজার হাজার ট্রেন ও লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যের দিকে ছুটে চলেছে। তবে এতকিছুর মধ্যেও ট্রেন নিয়ে কিছু না কিছু সমস্যা থেকেই যায় যাত্রীদের মধ্যে বৈকি। মূলত আরও ট্রেন থাকার লক্ষ্যে, হাওড়া স্টেশন নতুন বছরের মধ্যে ব্যাপক পরিকাঠামোগত সম্প্রসারণের মধ্য দিয়ে যেতে চলেছে।

আরও পড়ুন:– ব্রিটেনই ভেঙে দিয়েছিল ভারতের উৎপাদন শিল্পের কোমর, কত টাকা লুট করেছিল তারা?

গুরুত্বপূর্ণ দুটি ব্রিজ ভেঙে ফেলার পরিকল্পনা রেলের

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্করের মতে, স্টেশন এবং ইয়ার্ডটি অদূর ভবিষ্যতে একটি বিশাল পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে এক, আট নম্বর প্ল্যাটফর্ম এবং ১০ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্ম সহ স্টেশনের সাতটি প্ল্যাটফর্ম পূর্ণ দৈর্ঘ্য সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। স্টেশন সম্প্রসারণে বিদ্যমান ও আসন্ন চাঁদমারী সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, “আমরা গত এক বছরে চাঁদমারি ব্রিজ ও বেনারস ব্রিজে জোর দিয়েছি। আমরা বিদ্যমান দুই সেতু ভেঙে ফেলব এবং যে পিলারগুলি বাধা দিচ্ছে সেগুলি ইয়ার্ডের পুনর্নির্মাণের সুবিধার্থে হবে।” ইয়ার্ড পুনর্নির্মাণের পরিকল্পনা সম্পর্কে জিএম বলেন, “আমরা হাওড়া ইয়ার্ড পুনর্নির্মাণের জন্য আবেদন মঞ্জুর করেছি। একটি নতুন বৈদ্যুতিন ইন্টারলকিং ভবনও নির্মিত হবে যার জন্য স্থানটিও চিহ্নিত করা হয়েছে এবং আমরা শীঘ্রই কাজ শুরু করব।”

যাত্রীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত রেলের

পূর্ব রেল সূত্রে খবর, আগে যেখানে বেনারস ব্রিজের নিচে ট্রেন চলাচলের জন্য ৩৬ মিটার জায়গা ছিল সেটা বাড়িয়ে ৬৬ মিটার করা হচ্ছে। একইভাবে চাঁদমারি ব্রিজের নিচে লাইন পাতার জায়গা ৬০ মিটার থেকে ১৩৪ মিটার করা হচ্ছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন