হিন্দু সংখ্যা কমলে কি হতে পারে ? বিস্ফোরক শুভেন্দু অধিকারী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Suvendhu

Bangla News Dunia , Pallab : বেলডাঙায় হিন্দু বিরোধী হিংসা নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ঘটনার পিছনে চক্রান্ত রয়েছে বলে দাবি করে, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত দাবি করেন তিনি। তিনি বলেন, ‘বেলডাঙায় কোনও সনাতনী পুজো কমিটি এজিনিস করতে পারে না।’

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

বেলডাঙায় কার্তিক পুজোর আলোকসজ্জায় আপত্তিকর শব্দ লেখায় শুক্রবার রাতে সেখানে হিন্দুদের বাড়ি, দোকান ও মন্দিরে ব্যাপক হামলা হয় বলে অভিযোগ। তার পর থেকে বিস্তীর্ণ এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট। জারি রয়েছে ১৬৩ ধারা।

এদিন কলকাতায় দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন, ‘বেলডাঙায় যা চলছে তাতে হিন্দুরা সংখ্যায় কম হলে কী হতে পারে তার প্রকৃষ্ঠ উদাহরণ। বেলডাঙায় কোনও সনাতনী পুজো কমিটি এজিনিস করতে পারে না। বেলডাঙাসহ মুর্শিদাবাদে এখন সনাতনী হিন্দুদের সংখ্যা কমতে কমতে ২০ – ২২ শতাংশে এসে গেছে। যেখানে গরিষ্ঠ সংখ্যায় সনাতনীরা রয়েছে সেখানেই কেউ বাড়ি থেকে বেরিয়ে ঝামেলায় জড়াতে চায় না। আর ওখানে তো প্রশ্নই নেই। হিন্দুরা কেন PFI সিমির হাতে অস্ত্র তুলে দেবে? এর তদন্ত দরকার।’ #Short News

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন