২০২১ সাল তুলা রাশির জাতক-জাতিকার কেমন কাটবে জানুন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে ভাগ বাটোয়ারা হতে পারে। এই বছর নতুন সম্পত্তি কেনার জন্য প্রচুর টাকা খরচ হতে পারে। এই বছর মাঝে মাঝে শরীর খারাপ থাকলেও সার্বিক ভাবে শরীর ভালো থাকবে। মাতা পিতার স্বাস্থ্যে নিয়ে চাপ থাকবে। মাতা পিতার মধ্যে মনোমালিন্য থাকবে। এই বছর আপনার বন্ধু ভাব শুভ নয়। এই বছরে আপনার আয় খুব ভালো হবে। আর আয়ের তুলনায় ব্যায় কম হবে।

সন্তানের স্বাস্থ্যে নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। সদগুরু লাভ হতে পারে। এই বছর পত্নী ভাব ভালো। বছরে কিছু সময় তার শরীর খারাপ থাকলেও সার্বিক ভাবে তার ও শরীর ভালো যাবে। পত্নী ভাগ্যে কিছু প্রাপ্তির যোগ আছে। এই বছর পত্নীর সাথে বড় কোনো মনোমালিন্য হবে না। এই বছর অর্থের অভাব হবে না। যারা চাকরির সাথে জড়িত তাদের পদোন্নতি ও বিদেশে যাবার জন্য প্রচুর অর্থ আগমন।

আরো পড়ুন :-  সুখী দাম্পত্য জীবন গড়ে তুলতে মেনে চলুন এই সহজ ১৫ টি নিয়ম

এই বছর পড়াশুনোয় বাধা বিগ্ন আসতে পারে। যাদের শ্বাসকষ্ট জনিত রোগ আছে তারা অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করুন। খেয়ে ও ঔষধ ব্যাবসায়ী এই দুই পেশার মানুষরা প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। যারা অভিনয়ের সাথে যুক্ত তাদের জন্য বছরটি শুভ।

পারিবারিক দিক :- পরিবারের বড়দের সাথে কথা বলে কাজ করুন। পারিবারিক বিবাদ অনেক বড় আকার ধারণ করতে পারে। ভাইয়ের সাথে বিবাদের ফলে মানষিক চাপ আসবে।

আর্থিক :- এই বছর নতুন ব্যবসা করার সিদ্ধান্ত নিতে পারেন। এই বছর এই রাশির অর্থ ভাগ্য খুবই ভালো। অর্থ সঞ্চয় করতে চাইলে সঞ্চয় হবে।

জীবিকা :- নিজের প্রচেষ্টার কারণে বাড়তি অর্থ উপার্জন করতে পারবেন। এই বছর কাজের জন্য দূরে যেতে হতে পারে। এই বছর আপনার জীবিকা ভালো থাকবে।

সম্পর্ক :- পুরানো সম্পর্কে চির ধরতে পারে। এই বছর পারিবারিক সম্পর্ক ভালো – মন্দ মিশ্রিত থাকবে। প্রেমের জন্য বছরের মাঝামাঝি খুব ভালো সময়।

আরো পড়ুন :- গ্রহ রাজ শনি আপনার জীবনে কি প্রভাব ফেলে বিস্তারিত জানুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

————————————————————————

জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ

জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন….

হরিণঘাটা, বটতলা স্টপেজ, নদীয়া।।

প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।।

বিঃদ্রঃ – নাম বুকিং করার সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টার মধ্যে, ৫ দিন আগে নাম বুকিং অবশ্যক।।

ভালো থাকুন, সুস্থ থাকুন ঈশ্বর আপনার ও আপনার পরিবারের সকলের মঙ্গল করুন

avilo digital marketing

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন