Bangla News Dunia , Rajib : বাংলার সকল জনসাধারণের সুবিধার্থে একের পর এক প্রকল্প চালু করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্য সাথী ইত্যাদি নানা প্রকল্প। তেমনই বাংলার কৃষকদের সাহায্য করতেই রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে কৃষকবন্ধু প্রকল্প। ২০১৯ সালে চালু হয়েছিল এই ‘বাংলা শস্য বিমা’ প্রকল্প। ফসল নষ্ট হয়ে গেলেও কৃষকরা যাতে সরকারি সহায়তা পান তার জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। নবান্ন সূত্রে জানা যায়, ২০১৯ সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১ কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট ৩ হাজার ১৩৩ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আর এই আবহে ২৯০০ কোটি টাকা দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বর্তমানে এক একর বা তাঁর বেশি জমিতে উৎপন্ন ফসলের ভিত্তিতে বছরে দুই কিস্তিতে সর্বাধিক ১০ হাজার টাকা দেয় সরকার। জমি এক একরের কম হলে দুই কিস্তিতে সর্বাধিক ৪ হাজার টাকা পান চাষিরা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই খরিফ মরশুমের শুরুতে এই টাকা কৃষকদের দেওয়া হয়েছে। এবার রবি মরশুমের শুরুতেও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কৃষকদের। ইতিমধ্যেই রাজ্যের অর্থ দফতর এই টাকা দেওয়ার বিষয় প্রস্তুতি নিয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে কৃষি দফতর।
ফলপ্রকাশের পরেই প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত
ইতিমধ্যে ছয় জেলার ছয়টি বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ হয়ে গিয়েছে। আর এই নির্বাচনের ফলাফল পাওয়া যাবে আগামী ২৩ নভেম্বর, ২০২৪। তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকবে না। তখনই রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চলেছে প্রশাসন। আর সেই সূত্র অনুযায়ী আর কয়েকদিনের মধ্যে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের টাকা ছাড়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরেই চলতি অর্থবর্ষে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসেবে এই টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই জেলাভিত্তিক উপভোক্তা তালিকা তৈরির কাজ প্রায় শেষ। মোট উপভোক্তার সংখ্যা নাকি গত বারের তুলনায় প্রায় দেড় লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে।
কী বলছেন কৃষি মন্ত্রী?
এই প্রসঙ্গে, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষিদপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।’ এদিকে সম্প্রতি ঘটে যাওয়া ‘ডানা’ ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে ৩০ নভেম্বরের পরে। তাই ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পে নাম তোলার কাজ। তারপর শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বিমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন
আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
Vidyasagar Vidyapith Recruitment 2024: শিক্ষক এবং সুপারিনটেনডেন্ট পদে হবে নিয়োগ, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/sjIY5TxJbN
— Daily Khabor Bangla (@daily_khabor) November 13, 2024
পড়ুয়ারা পাবে ৫০০০ টাকা স্কলারশিপ, জেনে নাও আবেদনের সহজ পদ্ধতি👇🏻https://t.co/zUNjFUuSD8
— Daily Khabor Bangla (@daily_khabor) November 12, 2024
BRO Recruitment 2024: শূন্য পদ সংখ্যা রয়েছে ৪৬৬ টি, দেখুন আবেদন পদ্ধতি👇🏻https://t.co/TDRqPo4Vix
— Daily Khabor Bangla (@daily_khabor) November 13, 2024
আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন
আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের
আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে