৬ বছর পর বেতন বাড়লো, রাজ্যের এইসব সরকারি কর্মীদের

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :-  পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মবন্ধুদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করল। রাজ্যের অধীনে অস্থায়ী পদে কর্মরত কর্মীদের জন্য এবার বড় সুখবর। রাজ্যের সরকারি কর্মীরা বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির দাবি করে আসছিলেন। কিন্তু রাজ্য সরকার সেই দাবি এখনো পূরণ করেননি। 

তবে অস্থায়ী পদে কর্মরত কর্মবন্ধুদের জন্য রাজ্য সরকার সম্প্রতি বেতন বৃদ্ধির ঘোষণা করেছে। এই ঘোষণা তাদের অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়েছে এবং তাদের জীবন কিছুটা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে এটাই আশা করা যায়। 

নতুন বেতন কাঠামো 

গত বৃহস্পতিবার নবান্নের অর্থ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, কর্মবন্ধুদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এখন থেকে এই কর্মীরা প্রতিমাসে ৫০০০ টাকা বেতন পাবেন, যা আগের ২০০০ টাকা থেকে সরাসরি ৩০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই নতুন বেতন কাঠামো গত ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।

আরো পড়ুন :- বাংলার বহু মানুষের রেশন কার্ড বাতিল হবে। কি কারন ? জানুন কিভাবে নিজের কার্ড সুরক্ষিত রাখবেন ?

কর্মবন্ধুদের কাজ এবং দায়িত্ব 

কর্মবন্ধুরা সাধারণত সরকারি দপ্তরের সাফাই কাজ ও রাতে প্রহরী হিসেবে সহায়তমূলক কাজ করে থাকেন। ২০১৮ সালে এই পদ তৈরি হওয়ার সময় তাদের বেতন নির্ধারণ করা হয়েছিল মাসিক মাত্র ২০০০ টাকা। দীর্ঘ ছয় বছর পর অবশেষে তাদের বেতন বৃদ্ধি পেল। তবে নতুন বেতনের সাথে অন্য কোন ভাতার ব্যবস্থা এই মুহূর্তে যুক্ত করা নেই। 

আরো পড়ুন :- G-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন নাইজেরিয়া, গায়ানায়

তৃণমূল কর্মচারী ফেডারেশনের প্রতিক্রিয়া 

রাজ্য সরকারের তরফ থেকে বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তে খুশি সমস্ত কর্মচারীরা। তৃণমূল কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কর্মবন্ধুদের বেতন বৃদ্ধির জন্য দাবি জানিয়ে আসছিলাম। এই বেতন বৃদ্ধি কর্মবন্ধুদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।”

 

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে কর্মবন্ধুদের জন্য। এই বেতন বৃদ্ধির ফলে তাদের জীবন আর্থিকভাবে অনেকটাই সচ্ছল হয়ে উঠবে এটাই আশা করা যায়।

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন