Bangla News Dunia, দীনেশ :- কেন্দ্রীয় সরকার দেশবাসী সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PM Suraksha Bima Yojana) প্রকল্পটি চালু করেছেন। সরকার তরফে চালু হওয়া এই প্রকল্পটি কুড়ি লাখ টাকার বীমা সুরক্ষা প্রদান করে। তবে এই সুবিধা পেতে হলে আপনাকে জমাতে হবে মাত্র কুড়ি টাকা। কি ভাবছেন? কিভাবে পাবেন বীমা যোজনা সুবিধা? আজকের প্রতিবেদনে সে বিষয়ে আলোচনা করা হলো।
PM Suraksha Bima Yojana
বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি বীমা যোজনা প্রকল্প চালু রয়েছে। বেসরকারি ক্ষেত্রে অনেকেই টাকা জমান। তবে সরকারি যোজনায় আপনি অনেক কম টাকা জমিয়েই অনেক বেশি সুবিধা পেতে পারেন। উদাহরণস্বরূপ বলাই যায়, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার (PM Suraksha Bima Yojana) কথা। এখানে মাত্র ২০ টাকা জমা করে কুড়ি লক্ষ টাকার বিমা সুবিধা পাবেন। তবে তার জন্য বেশ কিছু নিয়ম আপনাকে মানতে হবে। আজকের এই প্রতিবেদনে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা সম্পর্কে প্রত্যেকটি ডিটেইলস তুলে ধরা হলো।
আরো পড়ুন :- কেমন হবে ট্রাম্প-মোদীর রসায়ন ? জানালেন জয়শঙ্কর
20 টাকায় 2 লক্ষ টাকার বিমা পাবেন কিভাবে?
আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করছি ভারত সরকারের একটি বীমা যোজনা প্রকল্প সম্পর্কে। ভারত সরকার পরিচালিত এই গুরুত্বপূর্ণ বীমা যোজনা প্রকল্প প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা আরম্ভ হয় 2015 সালে। এটি একটি দুর্ঘটনা বিমা প্রকল্প। এই স্কিমের অধীনে একজন ব্যক্তির 2 লক্ষ পর্যন্ত বিমা কভার দেওয়া হয়। যাদের বয়স 18 বছর থেকে 70 বছরের মধ্যে, এমন কোনও ভারতীয় নাগরিক বিনিয়োগ করতে পারেন প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায়। এই স্কিমের একজন ব্যক্তিকে বার্ষিক প্রিমিয়াম জমা দিতে হবে মাত্র ২০ টাকা পলিসিটি প্রতি বছর বছর রিনিউ করতে হয়৷
আরো পড়ুন :- মাত্র ৫ বছরেই কোটিপতি, ২ টাকার এই শেয়ারে রিটার্ন ৬৩১৬২%। বিনিয়োগ করার আগে জেনে নিন
সরকারি এই স্কিম থেকে কী সুবিধা পাবেন?
ভারত সরকার পরিচালিত এই স্কিমে (Government Scheme) একজন পলিসিহোল্ডার যদি দুর্ঘটনায় মারা যান, তাহলে তাঁর পরিবারকে মোট 2 লক্ষ টাকা দেওয়া হয়। অন্যদিকে, যদি পলিসিধারক যদি দুর্ঘটনায় তার দুটি চোখ হারায়, তাহলে পরিবারকে দেওয়া হয় 2 লাখ টাকা। তারপরও তার পরিবার পাবে ২ লাখ টাকা। একইভাবে যদি ব্যক্তির উভয় হাত ও উভয় পা বিকল হয় তবে বিমাকারীর পরিবার সেক্ষেত্রে ক্ষতিপূরণ হিসাবে পাবেন 2 লাখ টাকা পায়। যদি বিমাকারী ব্যক্তি দুর্ঘটনায় একটি পা একটি হাত বা একটি চোখ হারান, তবে তিনি মোট 1 লাখ টাকা পাবেন।
আরো পড়ুন :- দিল্লির ‘খান চকে’র নাম বদলে দিল মোদী সরকার ! জানুন কি হল নতুন নাম ?
আপনি কীভাবে আবেদন করতে পারেন?
- উল্লিখিত এই প্রধানমন্ত্রী বিমা সুরক্ষা যোজনার সুবিধা পেতে আপনি অনলাইন এবং অফলাইন উভয় ভাবেই আবেদন জমা করতে পারেন।
- অনলাইনে আবেদন করতে আপনাকে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
- এরপর আপনাকে ক্লিক করতে হবে ফর্মগুলিতে।
- আর তারপরে আপনাকে ক্লিক করতে হবে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার বিকল্পে।
- আর এরপরে আপনি স্ক্রিনে প্রদর্শিত আবেদনপত্রে ক্লিক করুন।
- তারপর নির্বাচন করে নিন আপনার ভাষা।
- এবার ফর্মটিতে আপনার সমস্ত যথাযথ তথ্য পূরণ করতে হবে।
- আবেদন পত্রের সমস্ত তথ্য উল্লেখ করার পাশাপাশি আপনাকে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করতে হবে। তারপর আবেদন সাবমিট করে দিতে হবে।
- আর যদি আপনি অনলাইনের পরিবর্তে অফলাইন আবেদন করতে চান, তাহলে আপনাকে আপনার নিকটবর্তী ব্যাঙ্কে যেতে হবে আর সেখানে গিয়ে আবেদন জমা করতে হবে।
আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
Vidyasagar Vidyapith Recruitment 2024: শিক্ষক এবং সুপারিনটেনডেন্ট পদে হবে নিয়োগ, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/sjIY5TxJbN
— Daily Khabor Bangla (@daily_khabor) November 13, 2024
পড়ুয়ারা পাবে ৫০০০ টাকা স্কলারশিপ, জেনে নাও আবেদনের সহজ পদ্ধতি👇🏻https://t.co/zUNjFUuSD8
— Daily Khabor Bangla (@daily_khabor) November 12, 2024
BRO Recruitment 2024: শূন্য পদ সংখ্যা রয়েছে ৪৬৬ টি, দেখুন আবেদন পদ্ধতি👇🏻https://t.co/TDRqPo4Vix
— Daily Khabor Bangla (@daily_khabor) November 13, 2024
আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন
আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের
আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে