‘আমরা পাহারাদার, জমিদার নই’, এক্স হ্যান্ডেলে লিখলেন অভিষেক

By Bangla news dunia Desk

Published on:

66372945c88b6-tmcs-diamond-harbour-mp-abhishek-banerjee-053756444-16x9

 

Bangla News Dunia, দীনেশ :- রাজ্যে সবুজ ঝড়। ৬ কেন্দ্রে ফুটল জোড়াফুল। বিরোধীদের সব চেষ্টা বিফল করে নিজেদের জায়গা ধরে রাখল তৃণমূল (TMC) শিবির। ফল প্রকাশের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, ‘পাহারাদার’ হিসাবে সবসময়ই আমারা সাধারণ মানুষের পাশে থাকব।’

এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘আমি আমার হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলার মানুষকে। আপনাদের আর্শীবাদ আমাদের আগামীর পথ চলাকে আরও মসৃণ করবে। আমারা মা-মাটি-মানুষের দল ‘পাহারাদার’ হয়েই পাশে থাকবো। আমরা জমিদার নই। মানুষের পাহারাদার। আর এইভাবেই মানুষের আর্শীবাদ নিয়ে থাকতে চাই।’

অন্যদিকে, জয় নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষও (Kunal Ghsoh)। তিনি লেখেন, ‘আমরা মানুষের কাছে কৃতজ্ঞ। নতমস্তকে প্রণাম জানাই। আমাদের দায়বদ্ধতা আরও বাড়ল। আমরা আরও বেশি করে বাংলার মানুষের পাশে থাকব। উন্নয়নে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাব। ২৬এ বিধানসভা নির্বাচন। এবার সেই লক্ষ্যমাত্রা ধার্য করছে বিজেপি নেতৃত্ব।  বিজেপির রাজ্য সভাপতি বলেছেন ওঁরা ২০২৬-এ ক্ষমতায় আসবেন। ওঁরা ৩০২৬ এও পারবেন না। কারণ ওঁরা বাংলার মানুষের জন্য কোনো কিছু করেননি।’

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন