RG কর কাণ্ডে CBI-কে দুষল আরএসএসের বাংলা মুখপত্র স্বস্তিকা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : RG কর মামলায় অভয়ার বিচার না পাওয়ার জন্য দায়ী সিবিআইয়ের অপারগতা! প্রকারন্তরে কেন্দ্রীয় এজেন্সিকে দুষল আরএসএসের বাংলা মুখপত্র স্বস্তিকা। সংঘের ওই মুখপত্রে বলা হল, অভয়া মামলায় উল্লেখযোগ্য অগ্রগতি করতে না পারাটা সিবিআইয়ের নিজস্ব ব্যর্থতা। আর সেটা আড়াল করতে কেন্দ্রীয় হস্তক্ষেপের ঠুনকো দোহাই দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

আরএসএসের মুখপত্র স্বস্তিকায় ‘নান্যঃ পন্থা’ শীর্ষক সম্পাদকীয়তে বলা হল, হস্তক্ষেপের ঠুনকো দোহাই আসলে সিবিআইয়ের সন্দেহাতীত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। ওই সম্পাদকীয়তে বলা হয়েছে, যে কোনো বড়ো ধরনের জটিল অপরাধ সমাধানের জন্য তদন্তকারী সংস্থা ‘সিবিআই’- কেন্দ্রীয় পুলিশ ও গোয়েন্দা বিভাগের সবেধন নীলমণি। সিবিআইয়ের কোনো বিকল্প নেই। জটিল কেসে সিবিআই ছাড়া সরকার বা বিচারবিভাগের গতি নেই। তাই তাকে প্রভাবিত করা সরকারের পক্ষে সম্ভব নয়। সিবিআইয়ের ব্যর্থতা আংশিকভাবে হলেও তার নিজস্ব দুর্বলতা। অভয়া মামলায় সিবিআইয়ের এই দুর্বলতার সঙ্গে মিশে রয়েছে রাজ্য সরকারি ষড়যন্ত্র ও চরম অসহযোগিতা।”শুধু সিবিআই নয়, সংঘের বাংলা মুখপত্রে বঙ্গ বিজেপির নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ঠারেঠোরে বুঝিয়ে দেওয়া হয়েছে, বঙ্গ বিজেপির নেতারা প্রত্যাশামতো সক্রিয়তা দেখাতে পারছেন না।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন