WBCS পরীক্ষা ২০২৪ বাতিল হবে ? OBC সার্টিফিকেট নিয়ে বিতর্ক – Kajer Subidha

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia , দীনেশ:  পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) প্রিলিমিনারি পরীক্ষা, যেটি আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এখন সেটি অনিশ্চয়তায় পড়েছে। রাজ্যের OBC শংসাপত্র সংক্রান্ত একটি মামলা জটিলতার কারণে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে।

এর ফলে বহু চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এই নিয়ে কি সিদ্ধান্ত নেবে তা সম্পূর্ণ জানতে আজকের প্রতিবেদনটি পড়ুন।

আরো পড়ুন :- ৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার, এই চাঞ্চল্যকর ঘটনা কোথায় ঘটলো, জানতে পড়ুন

OBC শংসাপত্র বিতর্ক

২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট একটি রায়ে জানায় ২০১০ সাল থেকে পশ্চিমবঙ্গে জারি করার সমস্ত OBC শংসাপত্র বাতিল করা হবে। এই সিদ্ধান্তে রাজ্যে OBC শংসাপত্র যাদের ছিল সেই সমস্ত চাকরিপ্রার্থীরা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে।

এর ফলে তারা সরকারের নিয়োগ প্রক্রিয়ায় বাধার সম্মুখীন হচ্ছে। বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হচ্ছে না। 

আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !

WBCS প্রিলিমিনারি পরীক্ষা ২০২৪ পিছিয়ে যাওয়া সম্ভাবনা

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) তাদের পরীক্ষার ক্যালেন্ডারে জানিয়ে ছিল যে WBCS প্রিলিমিনারি পরীক্ষা ১৫ই ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। তবে OBC শংসাপত্র জনিত মামলার কারণে পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানে পাবলিক সার্ভিস কমিশন এই মামলা নিষ্পত্তির জন্য অপেক্ষা করছে। এই মামলা সম্পন্ন হলেই এই পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হবে। 

চাকরিপ্রার্থীদের উদ্বেগে পাবলিক সার্ভিস কমিশনের পদক্ষেপ 

OBC শংসাপত্রের বিতর্কে ভোগান্তিতে থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়তে শুরু করেছে। এর ফলে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করেছে।

পাবলিক সার্ভিস কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছে তারা প্রার্থীদের স্বার্থ রক্ষা করতে এবং তাদের অসুবিধার সমাধান করতে সর্বত্র চেষ্টা করে চলেছে। WBPSC নিশ্চিত করেছে যে এই মামলার নিষ্পত্তি ঘটলেই নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি এবং তারিখ প্রকাশিত হবে।

আরো পড়ুন :- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন ট্রাম্পের, কী বললেন রাশিয়ার প্রেসিডেন্ট? জেনে নিন 

ক্লার্কশিপ সহ অন্যান্য পরীক্ষার সময়সূচি 

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) তাদের অন্যান্য পরীক্ষার সময়সূচি আপাতত ঠিক রেখেছে। ক্লার্কশিপ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ১৬ এবং ১৭ নভেম্বর। এই পরীক্ষাটি নির্দিষ্ট দিনেই অনুষ্ঠিত হবে। তবে WBCS প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে নির্ধারিত তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল বলে ধারণা করা হচ্ছে। 

 

WBPSC-এর পরামর্শ 

পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) চাকরিপ্রার্থীদের অনুরোধ করেছে তারা যেন নিয়মিত কমিশনের ওয়েবসাইট ফলো করে এবং পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি ও তারিখ সম্পর্কে সমস্ত তথ্য আগে থেকে পেয়ে যায়। এই মামলার ফলাফলের উপর ভিত্তি করেই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

আরো পড়ুন :- পশ্চিমবঙ্গে ফের প্রাইমারী টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ। প্রাথমিক শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন