Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : কয়েকদিন ধরে দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গে। কলকাতায় আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও পশ্চিমের জেলাগুলিতে গতকালও ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এই আবহে ক্রমেই এগিয়ে আসছে পুজো। তরাজ্যের আবহাওয়া কেমন থাকবে ? আবহাওয়া দফতর জানায়, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ পশ্চিমদিকে সরে গিয়েছে। ফলে উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টির পরিমাণ কমে আসবে। পশ্চিমের কিছু কিছু জেলায় আজও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার উন্নতি হবে।
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি শহর ও শহরতলিতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দিল্লির মৌসম ভবন বর্ষা বিদায়ের ঘোষণা করলেও আশার বাণী নেই পশ্চিমবঙ্গের জন্য। দক্ষিণ ও পশ্চিম স্বস্তি পেলেও উত্তরবঙ্গে দেখা দিয়েছে কালো মেঘ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ৬ অক্টোবর থেকে বর্ষা বিদায়ের পালা শুরু হবে বলেই মৌসম ভবন সূত্রে খবর। প্রথমে উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে। এরপর ধাপে ধাপে গোটা দেশ থেকেই বর্ষা বিদায় নেবে।
তবে মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর আগে মৌসুমী বায়ু বিদায়ের সম্ভাবনা কম। সক্রিয় মৌসুমী বায়ু থাকার ফলে দুর্গাপূজার দিন গুলিতেও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে মৌসম ভবন সূত্রে খবর।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল