STF-জঙ্গিপুর পুলিশের যৌথ অভিযান, ফরাক্কায় উদ্ধার প্রায় ৫ লক্ষ টাকার জাল ভারতীয় নোট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বাজারে ছড়িয়ে দেওয়ার আগেই প্রচুর সংখ্যক জাল নোট সহ পুলিশের জালে ভিন রাজ্যের দুই কারবারি। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় তাদের পাকড়াও করে পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন ফরাক্কায় যৌথ অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ ও জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম কন্ট্রোল ইউনিট। সেখানে পুলিশ দুই সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালায়। তাদের হেপাজত থেকে উদ্ধার হয় বিপুল সংখ্যক জাল ভারতীয় নোট।

আরও পড়ুন : চাঁদে মানুষ পাঠাচ্ছে ভারত, ইতিহাস গড়ার পথে ISRO

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম খালিফ শেখ। তার বাড়ি ঝাড়খণ্ড। অপরজন মহম্মদ জাফর, তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। এদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে জাল ৪ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকা। কুখ্যাত এই দুই জাল নোটের কারবারি খালিফ এবং জাফর দিন কয়েক আগে উত্তরবঙ্গ থেকে এজেন্টের মাধ্যমে ওই জাল নোট গুলি সংগ্রহ করে। এরপর সেগুলি অন্যত্র ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তার আগেই তাদের ধাওয়া করে ধরে ফেলা হয়। এমনকি পুলিশকে দেখে তারা রীতিমতো প্রতিরোধ করার চেষ্টা করে।

এই বিষয়ে এসডিপিও (ফরাক্কা) শেখ শামসুদ্দিন বলেন, “আমাদের  কলকাতা পুলিশের এসটিএফ আর জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম কন্ট্রোল ইউনিট যৌথভাবে অভিযান চালিয়ে বড় সাফল্য পেয়েছে। ধৃতদের কাছ থেকে বহু তথ্য মিলবে জেরার মাধ্যমে। এরা জাল নোট কারবারের বহুদিনের মাথা। তদন্ত শুরু হয়েছে জোর কদমে।”

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন