Supreme Court Update: প্রাথমিকে নিয়োগ: সুপ্রিম কোর্টে বড় খবর! ২৮০০ শূন্যপদ ও নতুন মামলা নিয়ে তোলপাড়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Supreme Court Update: পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সুপ্রিম কোর্টে ২০-২২ শিক্ষাবর্ষের ডি.এল.এড (D.El.Ed) মামলা সংক্রান্ত শুনানির দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। বিশেষ করে ২৮০০ শূন্যপদে নিয়োগের বিষয়টি এবং অবশিষ্ট প্রার্থীদের ভবিষ্যৎ আজ আদালতের পর্যবেক্ষণের ওপর অনেকাংশে নির্ভর করছে। এই মামলায় নতুন করে একাধিক পিটিশন জমা পড়ায় পরিস্থিতি আরও জটিল ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

শূন্যপদের হিসাব ও বঞ্চনার অভিযোগ

প্রাথমিক শিক্ষা পর্ষদ এর আগে জানিয়েছিল যে প্রায় ১১,৭৬৫ টি শূন্যপদের মধ্যে ২৮০০ টি পদ আলাদা করে রাখা হয়েছিল। কিন্তু সমস্যা তৈরি হয়েছে এই সংরক্ষিত পদগুলিতে নিয়োগের সংখ্যা নিয়ে। দেখা যাচ্ছে, ২৮০০ পদের মধ্যে মাত্র ১৯৬৬ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাকি প্রায় ৮০০ থেকে ৯০০ টি শূন্যপদ কেন পূরণ করা হলো না?

আজকের শুনানিতে এই বিষয়টিই প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে। মামলাকারীদের পক্ষ থেকে জোরালো সওয়াল করা হতে পারে যে, মেধা তালিকায় যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও এবং হাতে শূন্যপদ থাকা সত্ত্বেও কেন সকলকে নিয়োগ দেওয়া হলো না। পর্ষদ কি চাইলেই ‘রিক্লাসিফিকেশন’ বা অন্য কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই পদগুলি পূরণ করতে পারত না? এই প্রশ্নগুলিই আজ আদালতের সামনে উঠে আসার সম্ভাবনা প্রবল।

নতুন মামলার সংযোজন

আজকের শুনানির আগে মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে গত ৭ই জানুয়ারি ২০২৬ এবং তার আশেপাশে দায়ের হওয়া নতুন কয়েকটি এম.এ (Miscellaneous Application) ফাইল। এই নতুন আবেদনগুলি মামলার শুনানিতে বাড়তি গুরুত্ব যোগ করেছে। নতুন করে যে মামলাগুলি তালিকাভুক্ত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • অরিন্দম মার্জিত বনাম পশ্চিমবঙ্গ রাজ্য: যার ডায়েরি নম্বর ১০৭৪২/২০২৬।
  • শোভা রানী বাই বনাম পশ্চিমবঙ্গ রাজ্য: ডায়েরি নম্বর ১০৭৭/২০২৬।
  • সৌমেন মন্ডল বনাম পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

এই নতুন পিটিশনগুলি ইঙ্গিত দিচ্ছে যে, নিয়োগ প্রক্রিয়ায় অসন্তুষ্ট প্রার্থীর সংখ্যা কম নয় এবং তাঁরা আইনি পথে নিজেদের অধিকার বুঝে নিতে চাইছেন।

আদালতের বেঞ্চ ও শুনানির সময়

আজ সুপ্রিম কোর্টের ৬ নম্বর কোর্টে এই হাই-প্রোফাইল মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। মামলাটি বিচারপতি অমৃতা পান্ডে এবং তাঁর সহযোগী বিচারপতির বেঞ্চে ৪৭ নম্বর আইটেমে তালিকাভুক্ত হয়েছে। আন-অবজারভড (Unabsorbed) প্রার্থীরাও আজ তাঁদের দাবির পক্ষে সোচ্চার হতে পারেন। বিশেষ করে সুপারনিউমারারি পোস্ট তৈরি করার পরেও কেন সমস্ত শূন্যপদ পূরণ করা হলো না, সেই বিষয়ে পর্ষদের ব্যাখ্যা তলব করতে পারে শীর্ষ আদালত। সব মিলিয়ে, আজকের দিনটি ২০-২২ ডি.এল.এড প্রার্থীদের জন্য কার্যত একটি ‘নির্ণায়ক দিন’ হতে চলেছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন