Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আগামী বছর আসছে JIO 5G ! দেশের বাজারে একের পর থেকেই একের পর অফার এনে আগেই সকলকে তাক লাগিয়ে দিয়েছে JIO। তার জন্য অনেক পিছিয়ে পরে বিপুল ক্ষতির মুখে পড়েছে airtel, vodafone, idea এর মতো বড় কোম্পানিগুলি। নিত্য নতুন প্ল্যানের জেরে দেশের বাজারে সেরা জায়গায় জিও। কিন্তু এবার সকলকে চমকে দিয়ে আগামী বছরই 5G চালুর কথা ঘোষণা করল জিও কর্ণধার মুকেশ আম্বানি।
সংস্থার তরফে দেয়া বিবৃতিতে আগামী ২০২১ সালের মাঝামাঝি ভারতে 5G চালু হয়ে যাবে। জিও কর্ণধার মুকেশ আম্বানি জানান সারা দেশের কোনায় কোনায় দ্রুত মোবাইল ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এটি ভারতকে আত্মনির্ভরশীল করে তোলার পক্ষে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করেন তিনি। কিছু দিন আগে রিলায়েন্স জিও তাদের ডিজাইন ও প্রযুক্তির উপর ভিত্তি করে 5G ট্রায়াল এর জন্য কেন্দ্র সরকারের কাছে অনুমতি চেয়েছিল। যদি সেটি সফল হয় তাহলে জিও প্রথম ভারতীয় টেলিকম কোম্পানি যারা দেশের জন্য পৃথক 5G প্রযুক্তি তৈরি করেবে।
আরো পড়ুন :- WhatsApp ব্যবহারকারীদের জন্য সুখবর ! বিস্তারিত পড়ুন
উলেখ্য আমাদের দেশে জিওর প্রতিযোগী ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল বর্তমানে নোকিয়া, এরিকসন ও হুয়াওয়ের সাথে মিলে 5G-র সরঞ্জামের নকশায় কাজ করছে। তাই আগামী বছরে দেশে টেলিকম পরিষেবাতে আরো জোয়ার আসার এক সম্ভবনা রয়েছে তাতে আরো এক ধাপ এগিয়ে গেলো জিও।
Highlights
1. আগামী বছর আসছে JIO 5G !
2. আগামী বছরে দেশে টেলিকম পরিষেবাতে আরো জোয়ার আসার এক সম্ভবনা রয়েছে
#JIO #Tech