আপনার কি করোনা হয়েছে ? বলবে গলার আওয়াজ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনার কি করোনা হয়েছে ? গলার আওয়াজ দিয়েই বোঝা যাবে আপনি কোবিড আক্রান্ত কিনা। প্রথমে এই নয়া পদ্ধতি মুম্বাইয়ে পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে। সেখান কার প্রায় এক হাজার মানুষের ওপর হবে নতুন এই করোনা পরীক্ষা পদ্ধতির প্রয়োগ। অত্যাধুনিক এই পদ্ধতি দিয়ে খুব সহজেই ও তাড়াতাড়ি করোনা আক্রান্তকে সনাক্ত করা যাবে। আর ফলে অনেক তাই সময় বাঁচানো যেতে পারে।

Plasma Therapi

বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার আমাদের এগিয়ে দিয়েছে বেশ কিছুটা। এই আবিষ্কারকে কাজে লাগিয়ে এর মধ্যেই সুদূর আমেরিকাতে চালু হয়েছে নয়া পদ্ধতিতে করোনা পরীক্ষা। ভারতে মুম্বাইতে এই নয়া কৃত্রিম পদ্ধতিকে কাজে লাগিয়ে করোনা আক্রান্তকে চিহ্নিত করা আরো সহজ হয়ে যাবে । বিশেষজ্ঞরা জানাচ্ছে , যে ব্যাক্তিদের গলার স্বরের নমুনা নেওয়া হবে তাছাড়া গলার শ্লেষার নমুনাও নেয়া হবে। দুই রকম পদ্ধতিতে কোবিড পরীক্ষা করে দুটো বিষয়ের ফলাফল তুলনা করা হবে। দেখা হবে নতুন অ্যাপ নির্ভর কোবিড পরীক্ষা কতখানি সঠিক।

বিজ্ঞানীরা বলছে নতুন পদ্ধতিতে কোবিড টেস্ট নতুন অ্যাপের দ্বারা মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই জানা যায় আপনার করোনা হয়েছে কিনা। আপনার গলার আওয়াজ বিশ্লেষণ করে এই বিষয়ে তথ্য দিবে এই নতুন পদ্ধতি। ইজরায়েল ও আমেরিকায় এই নতুন পদ্ধতির রেজাল্ট আপাতত ৮৫ শতাংশ ক্ষেত্রে সঠিক এসেছে। বর্তমান পরিস্থিতেক্রোনাকে কাবু করতে টেস্ট বাড়াতে চাইছে সরকার। সে ক্ষেত্রে নতুন পদ্ধতি এক নয়া মাত্রা যোগ করতে পারে।

Highlights

1. আপনার কি করোনা হয়েছে ?

2. গলার আওয়াজ দিয়েই বোঝা যাবে আপনি কোবিড আক্রান্ত কিনা

#COVID #TEST #APP #AMERICA

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন