আপনার স্মার্টফোন হারিয়ে গিয়েছে? নাকি চুরি ? জানুন খুঁজে পাওয়ার উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনার স্মার্টফোন হারিয়ে গিয়েছে? নাকি চুরি ? আতঙ্কিত হতে যাবেন না। খুব সহজেই খোঁজা সম্ভব। Android ও iPhone হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও, তা খুঁজে পাওয়ার উপায় রয়েছে। তার জন্য আপনার হারিয়ে যাওয়া ফোন অন থাকতে হবে। তবে, ফোন বন্ধ অর্থাৎ সুইচড অফ থাকলেও তা খুঁজে পাওয়া সম্ভব। যদিও সেই প্রক্রিয়া জটিল। কিন্তু, আপনি চাইলেই তা করতে পারেন।

দেখুন একনজরে ——

হারিয়ে যাওয়া iPhone খুঁজে পাওয়ার জন্য  Find My iPhone। iCloud.com ওয়েবসাইট থেকে Find My iPhone টুল ব্যবহার করা যাবে। নিজের Apple অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করে All Devices অপশনটি সিলেক্ট করুন। হারিয়ে যাওয়া ফোন সিলেক্ট করুন। তার পরে ম্যাপের উপরে আপনার হারিয়ে যাওয়া ফোন কোথায় রয়েছে। হারিয়ে যাওয়া iPhone খুঁজে পাওয়া যাবে।

avilo home

Android ফোন খুঁজে পাবেন কী ভাবে?

Android Device Manager ব্যবহার করে  খুঁজে পাওয়া সম্ভব। স্মার্টফোন অথবা কম্পিউটারে ব্রাউজার ওপেন করে Find My Device ওয়েবসাইট খুলুন। নিজের Google অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন। আপনার কাছে একাধিক Android ডিভাইস থাকলে, ডিভাইসটি হারিয়ে গিয়েছে, কেবল মাত্র সেটিই সিলেক্ট করুন। ম্যাপের উপরে নিজের ফোনের লোকেশন দেখতে পাবেন।

Play Sound অপশনটি সিলেক্ট করুন। এই অপশন সিলেক্ট করল 5 মিনিট আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোন রিং হতে থাকবে। ফোন সিলেক্ট বা ডু নট ডিসটার্ব মোডে থাকলেও, এই অপশনে ফোন বাজতে থাকবে।

হারিয়ে যাওয়া ফোন লক করবেন কী ভাবে ?

সব স্মার্টফোনেই থাকে অনেক গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য। ফোনে লক না থাকলে, ফোন হারিয়ে যাওয়ার পরেও সুরক্ষিত রাখার জন্য লক করা সম্ভব। Find My Device থেকে ফোন লক করার অপশন দেখতে পাবেন, যা আপনার ব্যাঙ্কিং অ্যাপ ও অন্যান্য সোশ্যাল অ্যাপকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন