Bangla News Dunia, অজয় দাস :- বর্তমান সময় ইন্টারনেট ছাড়া কিছু ভাবা যায় না। এখন প্রায় সমস্ত কাজই ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। আর এই ইন্টারনেট আমাদের জীবনকে আরো আরাম দায়ক করে তুলেছে। এই ইন্টারনেটের মাধ্যমেই এখন হাতের মুঠে পৃথিবী। তবে সব কিছুর যেমন একটা ভালো দিক আছে তেমনই তার খারাপ দিকও আছে।
এখন আপনি একটি ইন্টারনেট কানেক্টিনকে ওয়াফ-ফাই এর মাধ্যমে অনেক ডিভাইসে ব্যবহার করতে পারেন ও কোনো তারের কানেক্শন ছাড়াই। এছাড়া ঘরের বা ওয়াফ-ফাই এলাকার যেখানে খুশি সেখানে বসে আপনি ইন্টারনেট উপভোগ করতে পারেন।
কিন্তু জানেন কি এই ওয়াফ-ফাই আপনার শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে। এই ওয়াফ-ফাই কানেক্শন নিয়ে একটি গবেষণায় দেখা গেছে বাচ্চাদের সাথে সাথে প্রাপ্ত বয়স্কদের ও শারীরিক ক্ষতি করতে পারে। এছাড়া এই ওয়াফ-ফাই গাছের বৃদ্ধিও থামিয়ে দেয়।
[ আরো পড়ুন :- ভারতের প্রথম ফোল্ডেবল মোবাইল লঞ্চ করতে চলেছে স্যামসুং ]
মূলত ওয়াফ-ফাই রাউটার বানানো নিয়ে যে আইন আছে কোম্পানি তা না মেনে কমদামে ওয়াফ-ফাই রাউটার বানায় আর তার ফলেই শরীরে বিরূপ প্রতিক্রিয়া হয়। এর থেকে বাঁচার জন্য আপনাকে বাড়িতে ভালো সংস্থার / কোম্পানির দামি ওয়াফ-ফাই রাউটার ব্যবহার করা দরকার। আমাদের তরফ থেকে আপনার জন্য একটি ভালো রাউটার রিক হলো। চাইলে আপনি নিচের লিঙ্কে গিয়ে দেখতে পারেন।