আবার বিরাট ধাক্কা চীনের ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আবার বিরাট ধাক্কা চীনের ! ভূয়ো তথ্য সম্প্রচারের অভিযোগে এবার ২৫০০টি চীনা চ্যানেল ডিলিট করলো বিশ্বের সবথেকে বড় অনলাইন ভিডিও প্লাটফর্ম ইউটিউব। ইউটিউব কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ভুল এবং বিতর্কিত খবর পরিবেশনের অভিযোগে ওই চ্যানেলগুলির অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে ইউটিউব। প্রথমে চীনা অ্যাপ নিয়ে বিতর্ক, এবার আবার ইউটিউবের চীনা চ্যানেল ডিলিট করার পদক্ষেপে কার্যতই বেশ চাপের মুখে চীন। তাদের তথ্য ক্ষেত্রে বিশাল ধাক্কা।

ইউটিউব কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে ভুয়ো খবর পরিবেশনকারী চ্যানেল গুলির প্রতি তদন্ত শুরু করেছিল ইউটিউব। তাতেই প্রকাশ পায়, প্রায় ২৫০০ টি চিনা ইউটিউব চ্যানেলে বিতর্কিত মন্তব্য করা হচ্ছে এবং ভুল খবর পরিবেশন করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। সেই অভিযোগে অভিযোগে ওই চ্যানেলগুলির অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে ইউটিউব।

ইউটিউব কর্তৃপক্ষের অভিযোগ, এই সমস্ত চ্যানেলে ভুল তথ্যে ভরা অরাজনৈতিক ভিডিও পোস্ট করা হয়েছিল। এই খবর সামনে আসতেই, ইউটিউব এর কমিউনিটি গাইডলাইন মেনে ওই চ্যানেল ডিলিট করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া অ্যানালিটিকস সংস্থা “গ্রাফিকা”এই ধরনের ভুয়ো চ্যানেল এবং টুইটার একাউন্টের বিষয়টি নজরে এনেছিল। তবে, এ বিষয়ে এখনো পর্যন্ত চীনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত ইতিমধ্যেই ভারতের তরফে বেশ কয়েকবার ডিজিটাল স্ট্রাইক করা হয়েছে। তারপর আমেরিকা বা জাপানের তরফে। এবার সটাং ইউটিউব।

Highlights

1. আবার বিরাট ধাক্কা চীনের !

2. ইতিমধ্যেই ভারতের তরফে বেশ কয়েকবার ডিজিটাল স্ট্রাইক করা হয়েছে

#ইউটিউব #China

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন